নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঙ্গলে বসবাস

আরণ্যক নীলকণ্ঠ

আরণ্যক নীলকণ্ঠ

আরণ্যক নীলকণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

ইতরের গায়ে তুষের আগুন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

ইতরের গায়ে তুষের আগুন। সে যতটা উঁচুতে উড়তে পারে, উঠেছে। বাতাসে ভাসছে।
সেখানে ঝুলে ঝুলে সে মৃদুস্বরে দেশাত্ববোধক গান গাইছে।
আর মাঝে মধ্যে খুক খুক করে কাশছে।

নিচ থেকে কেউ একজন বেরসিক, বিদগ্ধ ইতরকে ডেকে বললো,
ইতর ভাই, নিচে তো অনেক পানি; আপনি তো চাইলেই তুষের আগুনটা নিভিয়ে নিতে পারেন!
ইতরের এইসব জাগতিক মোহের আকর্ষণ নেই,
পানি? সে তো বর্ণহীন জল। এই ইতরের তুষের আগুন নেভায়, সে কোন বেরসিক?

বেরসিক ভাই, আপনি দূর হয়ে যান। অন্য কাজ নেই?
গিয়ে দেখুন, বিউটি পার্লারের দরজায় লেখা আছে,
শুধুমাত্র নারীদের জন্য।
ঐখানে গিয়ে তর্ক করুন কেন বিউটি পার্লার আপনার জন্যও উন্মুক্ত নয়!

ইতরের গায়ে তুষের আগুন।
তার গায়ে গণ্ডারের চামড়া, যতক্ষণ তার ধারণা হবে পৃথিবী খুব সাবলীল জায়গা,
বুঝে নিতে হবে এখনও তার স্নায়ু আগুন ছোয় নি।
তার স্নায়ু যখন আগুন ছোবে, তখন সে জানবে,
পৃথিবীতে নিশ্বাসী মানুষেরা আগুন থেকে একটি অনুভূতি আহরণ করে।
তার নাম দাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.