![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাওয়াশ হবে, হবেই। তামিম, সৌম্যের তুখোড় নয়নাভিরাম ব্যাটিং প্রদর্শনীতে এবং এই মুহুর্তে ক্রিজে থাকা মুশফিকুর রহিমের ব্যাটে জয় আসবেই।
সকল ব্লগারদের সাথে এই আনন্দ ভাগ করে নিতে চাই। এই বাংলাদেশ ক্রিকেট দল এক নতুন শক্তিতে উঠে এসেছে, এখন এই দলের সামনে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলও পড়লে তাদেরও সমীহ করে এগোতে হবে।
পাকিস্তান নামক ঘৃণ্য দেশের ক্রিকেট দলকে দাওয়াত করে এনে ধবল ধোলাই করার আনন্দই আলাদা। এই লাইনটা পড়ার পর ছাগু, পাকমন পেয়ারু এবং ছুপা ছাগুদের গায়ে ফোস্কা পড়বে জানি। পড়ুক।
এক ছাগু তো ফেসবুকে তার ছবি, ফোন নাম্বার এবং বাসস্থান জানিয়ে পোস্ট দিয়েছিলো তার প্রিয় দল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জিতবে না। যদি জেতে তাহলে সে প্রেস ক্লাবের সামনে আত্মহত্যা করবে। এবং, এই পুরো পোস্টটাই ছিলো বাংলায় লেখা। জানিনা, সেই নব্য উচু-গলা ছাগুর কী হয়েছে। আদৌ সে তার প্রতিজ্ঞা রক্ষা করেছে কি না!
যাহোক, সবাইকে আগাম কাচ্চি বিরিয়ানীর শুভেচ্ছা। বাংলাদেশের অর্জনে নিজেকে ট্রীট দিতে ভুলবেননা।
জয় বাংলা।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭
আরণ্যক নীলকণ্ঠ বলেছেন: জয় বাংলা!
২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
সুশান্ত হাসান বলেছেন: ভালো বলেছেন,,,,
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৪
আরণ্যক নীলকণ্ঠ বলেছেন: ধন্যবাদ, বাংলার জয়ে সবারই আনন্দ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭
প্রামানিক বলেছেন: জয় বাংলা।