নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ

আমি জানি আমি জানি না

ব্যতীপাত

স্থপতি

ব্যতীপাত › বিস্তারিত পোস্টঃ

ধর্ম অধর্মের মর্মকথা।।

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৮:১০

অমর্ত্য সেন বলেছেন-অনেক ধনী মানুষ দেখা যায়,যিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপে ভুগছেন,মেদ কিভাবে কমবে সেটা নিয়ে চিন্তিত । লেখাপড়া,শিল্পকলা,চিত্রকলা বা সঙ্গীতের সঙ্গে তার কোন সংশ্রব নেই-এরকম মানুষকে কি আমরা ধনী বলবো ? তার প্রশ্নটি একটু অন্য ভাবে নিয়ে যদি বলা হয় ,যে মানুষ তার নিজস্ব বিশ্বাসের ধর্মের সব রিচ্যুয়ালগুলো ঠিক ঠিক পালন করেন,নক্ষত্রের কোন লগ্নে কোন পূজা হবে অথবা পায়ের গোড়ালী কোন পর্যন্ত ভিজলে ওযু সঠিক হবে তার ক্লিপিং সহ বয়ান দিতে পারেন- কিন্তু সংস্কৃতি বিষয়ে কোন অনুরাগ নেই বরং বিরাগ আছে এবং সেসব শয়তানের দোসর বলে তার যেকোন ধরনের চর্চাকে পাপ বলে গন্য করেন,ছবি আঁকাকে হারাম ভাবেন,গান শোনেন কেবল ভগবৎ প্রেমের-এমন মানুষকে কি ধার্মিক বলবো ?
অথবা উল্টোভাবে যদি বলি অনেক মানুষ দেখা যায় গান পাগল,কখন কোন রাগ গাইতে হয় তার উপর ঋতুর প্রভাবে সুর কিভাবে বদল হয় নিঁখুত জানেন ,চিত্রশিল্পের সাম্প্রতিক ধারার রীতি নিয়ে নোট রাখেন, সাহিত্যের সমাজ জীবনে প্রভাব ও তার দায়িত্ব নিয়ে সেমিনার আয়োজন করেন, -কিন্তু কোন ধর্মীয় রীতি পালন করেন না ,অনেক ক্ষেত্রেই তার সমালোচক। নামাজ পূজার ধারে কাছেও নেই-
লোকটাকে কি আমরা অধার্মিক,বেধরমী বলবো ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০১

আরণ্যক রাখাল বলেছেন: একজন ধার্মিকের চেয়ে একজন সাহিত্যানুরাগি, সংগীতচিত্রকলা প্রেমী বেশি কাম্য ও সমাজের জন্য উপকারী| কারণ ধার্মিকরাই আইএস গঠন করে কিন্তু কোন সাহিত্যপ্রেমী তা করেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.