নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমিঃ https://web.facebook.com/gmhonair

আঁধারের আর্তনাদ

একাকী যে হেটেছিল পথ... সেইতো আমি

আঁধারের আর্তনাদ › বিস্তারিত পোস্টঃ

ভোলা যায়না

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৮

আরিশা নামের মেয়েটাকে আমার দারুন ভালো লাগল।সব থেকে ভালো লাগত ওর কালো কেশগুলো।প্রতিদিন ছাদে যেতাম নিকষ কালো কেশের মেয়েটাকে দেখতে।কিছু ভালো লাগা ও জমে গিয়েছিল মনের অজান্তেই।



একদিন জানতে পারলাম মেয়েটার সাথে একটা ছেলের সম্পর্ক আছে।খুব খারাপ লাগলো নিজের কাছে।নিজের কষ্টটাকে চেপে রাখতাম মনের অজানা কোন এক জায়গায়।



আর খুব একটা যেতাম ও না।ছেলেটাকে মেয়ের বাবা মা মেনে নেয় না।মেয়েটা খুব কষ্ট পায়।প্রায়ই মনমরা হয়ে থাকত সে।



একদিন খুব ভোরে ঘুম ভেঙ্গে যায়।ভোরের সূর্যটার মিষ্টি রোদে স্নান করতে ছাদে যাই।সৌভাগ্যক্রমে মেয়েটাকে পেয়ে যায়।তার সাথে আমার চোখে চোখ পড়ল।কি মায়া তার চোখে তার।কত রাত না ঘুমিয়েই কাটিয়েছে।আমি বললাম শুভ সকাল।



মেয়েটা বললো শেষ সকাল।

আমি বললাম কি বলছেন আপনি?শেষ সকাল মানে?

মেয়েটা আর কথা বলতে পারলো না।মুখ থুবড়ে পড়ে গেলো মেঝেতে।।



ওই বাড়িটা ছেড়ে দিয়েছি দশ বছর হলো।তবুও ভুলতে পারি নি মেয়েটাকে।তার কালো চুল গুলো আজ ও যেন কাধের কার্নিশে এসে ছুয়ে যায়।

মাঝে মাঝে ওই বাড়িটাকে খুব কাছে থেকে দেখতে চাই।নিজের চোখের জলে নিজেই ডুবে যাই।তবুও ভুলতে পারি নি তাকে,ভোলা যায় না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.