নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমিঃ https://web.facebook.com/gmhonair

আঁধারের আর্তনাদ

একাকী যে হেটেছিল পথ... সেইতো আমি

আঁধারের আর্তনাদ › বিস্তারিত পোস্টঃ

একটা রুপকথার গল্প

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯

কোন এক দেশের বিরাট বড় রাজার একমাত্র কন্যাকে এক ডাইনী বুড়ি চুরি করে নিয়ে গেছে। এক বিশাল গভীর বনের ভেতরে একটা লম্বা মিনার বানিয়ে ডাইনী টা সেখানে রাজকন্যা কে রেখেছে।

তো সেখানেই রাজকন্যা বড় হতে লাগলো। রাজকন্যার ছিল ইয়া লম্বা চুলের বেনী। প্রতিদিন মিনার থেকে ডাইনী বুড়ি রাজকন্যার বেনী ধরে নিচে নামতো আবার বিকেল বেলা রাজকন্যা উপর থেকে ‪#‎ বেনী‬নিচে ফেলে দিলে সেটা ধরে ধরে ডাইনী উপরে উঠতো!!!

তো একদিন এক রাজকুমার পথ ভুলে সেই বনের মিনারের কাছে এসে পরে। ঘটনাক্রমে বেনীটা দেখতে পেয়ে সেই বেনী ধরে ধরে মিনারের উপর উঠে। তারপর রাজকন্যা কে দেখতে পায়। প্রথম দেখাতেই দুজন দুজনার প্রেমে পরে গেলো। রাজকন্যা তখন রাজকুমার কে বলে ডাইনী একটু পর আসবে। আর আসলেই তো তাদের দেখে ফেলবে!!!

(এখান থেকে আমার বানানো শুরু)

তখন রাজকুমার রাজকন্যা কে বুদ্ধি দেয় তুমি তোমার বেনী তে চুপচুপে তেল মাখিয়ে নাও। যাতে বেনী ধরে ডাইনী উপরে উঠতে না পারে।

তো রাজকন্যা বেনীতে আচ্ছামত সরিষার তেল মাখিয়ে নিচে ফেলে দিলো। একটু পর ডাইনী আসলো। কিন্তু সে কিছুতেই বেনী ধরে উপরে উঠতে পারছিল না। কারন তেলে বেনীটা পিচ্ছিল হয়ে ছিল।

ডাইনীটা তখন ব্যার্থ মনে বন থেকে চলে গেলো কারন সে এই মিনার ছাড়া আর কোথাও থাকতে পারতো না।

তো ডাইনীর চলে যাওয়া দেখে রাজকুমার তখন রাজকন্যা কে বললো আমি নিচে নেমে একটা বিরাট মই নিয়ে আসবো। যাতে তোমাকে নামাতে পারি এখান থেকে। তো রাজকুমারও মিনার থেকে রাজকন্যার বেনী ধরে নামতে গেলো। কিন্তু যেই বেনী ধরে নামতে গিয়েছে তখনই তেলে চুপচুপে পিচ্ছিল বেনীতে রাজকুমারের হাত পিছলিয়ে ফসকে গেছে। আর ওমনি লম্বা মিনার থেকে পরে গিয়ে রাজকুমারের প্রান উরে গেছে।

একসময় রাজকন্যার বেনীর তেল শুকিয়ে গেলো। তারপর আবার ডাইনী এসে রাজকন্যার বেনীতে করে উঠে মিনারে বসবাস শুরু করলো!!!







এখন ধরি বাংলাদেশ নামের এক রাজকন্যা এক ডাইনী যার নাম 'ক' এর হাতে বন্দী। আমরা ভাবছি বিরোধি দলের রাজকুমার যার নাম 'গ' সে আমাদের দেশটাকে বাঁচাবে।

তো কোনভাবে 'গ' রাজকন্যার নাগাল পেলো। তারপর রাজকন্যাকে ভোগ করতে শুরু করলো। এখন আবার যাতে ডাইনী 'ক' দেশটাকে দখল করতে না পারে সে উদ্দেশ্যে 'গ' রাজকন্যার চুলে তথা বাংলাদেশের জনগন কে তেল মাখানো শুরু করলো। আমরা তেল নিলাম। কিন্তু এক সময় জানতে পারলাম 'গ' এর বিভিন্ন দুর্নীতির কথা। আমরা আমাদের তেলের উপরই পিছলাইয়ে আছাড় মারলাম 'গ' কে। কারন তখন 'গ' ই আমাদের কাছে ডাইনী। আর 'ক' কেই উদ্ধারকারী রাজকুমার ভাবতে শুরু করে দিয়েছি।

ভাবতে শুরু করলাম আসলে 'ক' ই হয়তো ভাল ছিল। অতঃপর আমাদের তেল শুকিয়ে গেলে 'ক' কেই আবার রাজকন্যা তথা বাংলাদেশের সিংহাসনে বসালাম। আবার সে রাজকন্যাকে পেয়ে মন মত শোষন করতে শুরু করলো। এক সময় আমরা আবার 'ক' কে বাদ দিয়ে 'গ' এর কথা চিন্তা করা শুরু করলাম।

আসলে আমাদের দেশে এভাবে চলতেই থাকবে। এখানে কোন রাজকুমার নেই। সব গুলাই ডাইনী। গদিতে বসলেই রাজকুমারের আসল ডাইনী রুপ বের হয়ে পরে। তখন আমরা পুর্বের ডাইনীর কাছে আশ্রয় খুজি। এভাবে আর কতদিন ডাইনী রুপি রাজকুমার গুলা আমাদেরকে তথা আমাদের দেশটা কে শোষন করবে??? আর কত এভাবে চোখের সামনে আমাদের রাজকন্যাকে তিল তিল করে ধ্বংস হতে দেখবো? ?? কোন উত্তর কি নেই!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.