![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের কোনো এক সন্ধায়,
বেলকনিতে...
চায়ের কাপে চুমুক দিতে দিতে
যদি মনে পড়ে যায় আমায় ।
তবে বুঝে নিও,
আমি তখনও
তোমারি অপেক্ষায়
পথ চেয়ে...
কিংবা
রকিং চেয়ারে..
রবীন্দ্রনাথের গানে
কল্পনার এক কোণে..
আমায় পাও,
তবে ভেবে নিও
তখনও কেউ
তোমায় নিয়ে
স্বপ্ন দেখে l
কল্পনায় একে যায়
তোমার প্রতিচ্ছবি..
যদি
কোন ক্লান্তিময় বিকেলের
বালুকাবেলায়
একলা লাগে,
তবে
জেনে রাখো
তোমারি মত
কেউ একজন
একলা ।
বালুকাবেলায়,
নয়তো ধূসর শূণ্যতায়
যদি
কোন তন্দ্রাহীন রজনীতে
মেঘশূণ্য আকাশে
হঠাৎ
কোন তারা জ্বলে ওঠে
বুঝে নিও..
কেউ একজন
তোমাকে হারাবার
কষ্ট
সইতে না পেরে
আজ সঙ্গী করেছে
রাতের আকাশের
তারাদের ...
©somewhere in net ltd.