![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল রাতে পড়তে বসছি..
তখন লক্ষ্য করলাম ছোট বোন আমার রুমে ঘুরঘুর করছে । বাচ্চাদের কাজ ভেবে পাত্তা দিলাম না ।
একটু পর শুনলাম, কে যেন বিড়বিড় করে কি বলছে । ঘুরে দেখলাম ছোট বোন চোখ বন্ধ করে দু হাত একসাথে করে আবোল তাবল বকছে ।
কিছু বলতে যাব তখন মনে পড়ল । একটু আগেই আম্মু TV তে হিন্দুদের পূজার অনুষ্ঠান দেখছিল ।
বোনকে দু একটা ধমক দিয়ে ভাবতে লাগলাম,
যে মুসলিম পরিবারের শিশুরা নামাজ কিভাবে পড়তে হয় তা না শিখে পূজার নিয়মাবলী শেখে । দোষ কি সেই পরিবারে বেড়ে ওঠা শিশুর ? নাকি সে পরিবারের ?
আমি নির্বিকার...
২| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮
আঁধারের আর্তনাদ বলেছেন: অবিভাবকই যদি ভুল করে ?? বর্তমানে অবিভাবক আমি নই । তবে পিতা মাতার অবর্তমানে আমিই অবিভাবক ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ সকাল ১১:০০
জগা বলেছেন: শিশুরা অনুকরণপ্রিয়, ওকে ধমক না দিয়ে ভাল করে বুঝালেই ও বুঝবে। টিভি-কে এড়িয়ে চলা সম্ভব না, কিন্তু বাচ্চাকে ধৈর্য্য ধরে বুঝাতে পারতে হবে। অভিভাবক হওয়া সহজ কথা নয়।