নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমিঃ https://web.facebook.com/gmhonair

আঁধারের আর্তনাদ

একাকী যে হেটেছিল পথ... সেইতো আমি

আঁধারের আর্তনাদ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের বিচার কি?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০


* চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা
* পাঁচ বছরের শিশু ধর্ষণ
* আপন চাচার দ্বারা শিশু ধর্ষিত
কমন হেডিং, আজকালকার পত্র-পত্রিকা আর নিউজ পোর্টালের।
.
আসেন একটু ত্যানা প্যাঁচাই...
পরকীয়া কি জিনিস, জানতামনা কিছুদিন আগেও। ধর্ষণ কি, তাও বুঝতাম না। সো, এসব বাজে জিনিস নিয়ে কোন ফিলিংসও ছিলোনা। ঘাপলা বাঁধালো সনি আটের ক্রাইম পেট্রোল। পরকীয়া, ধর্ষণের সঙ্গা ওখানেই শিখলাম। সত্যি বলতে কি, নিষিদ্ধ জিনিসে আকর্ষণ সবারই থাকে। আপনারও থাকবে; যতই সাধু হোন না কেন। আপনি ঐ পথে পা বাড়াননি, কারণ আপনার সৎ থাকার ইচ্ছেশক্তি টা বেশি ছিল।
.
যাইহোক, পরকীয়-ধর্ষণমূলক এসব ** কাজের প্রচারণা করে দেশের সর্বনাশ করা হচ্ছে। যারা জানতোই না, তারাও জানছে; শিখছে। আর পথটা নিষিদ্ধ হওয়ায়, তরুণদের কাছে বেশ ইন্টারেস্টিং বটে। বড় প্রবলেম হলো, ইন্টারেস্ট টা তারা প্র্যাকটিক্যালি ঘটাচ্ছে। ফলে, ধর্ষণ বাড়ছে। বাড়ছে পরকীয়া।।
.
আমার মতে, পত্র-পত্রিকায় ধর্ষণের হেডিং গুলো
* চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা,
* পাঁচ বছরের শিশু ধর্ষণ
* আপন চাচার দ্বারা শিশু ধর্ষিত
এরকম না হয়ে, হওয়া উচিৎ....
* চলন্ত বাসে গণধর্ষণে পাঁচ যুবকের ফাঁসি।
* পাঁচ বছরের শিশু ধর্ষণে অমুকের মৃত্যুদন্ড।
* ভাতিজীকে ধর্ষণে চাচার মৃত্যুদন্ড।
* স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্ত করায় দুই যুবকের দুই বছরের জেল।
সাথে দুই এক সপ্তাহ পর সাজা কার্যকরের ব্রেকিং ।
.
অকাম সংঘটিত হবার ঘটনা টা প্রকাশ না করে, অকাম করে কি শাস্তি হয়েছে, আর তা কত ভয়াবহ, তা সবাইকে জানানো দরকার। সাথে সাজার পরিমাণ বৃদ্ধি।।
.
আমি কোন বড় সমালোচক নই। আমার মতামত উপর মহলে পৌঁছাবে না। তবুও আশা রাখবো, একদিন ধর্ষণের মত ঘটনাগুলো ঘটা করে পত্রিকাগুলো ছাপিয়ে ধর্ষিতা আর তার পরিবারকে অন্ধকারে পাঠাবে না। বরং ছাপাবে ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকরের খবরগুলো। এবং ফ্রন্ট পেইজে..
ফেসবুকে আমি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৮

জাহিদ ওসমান বলেছেন: আইনের শাসন থাকলে আপনার বুদ্ধি টা খাটত। পত্রিকাতে নিউজ না হলে সেটার মুল্যায়ন তো প্রসাশনের লোকজন করবে না। আপনার পরামর্শটা চুল ঠিক করার। কিন্তু তার যে লুঙ্গিই ঠিক নাই!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

আঁধারের আর্তনাদ বলেছেন: ;) লুঙ্গি উড়াল দিয়েছে আধুনিকতার ছোঁয়া পেয়ে। ভাই, আপনার কথা পুরো ঠিক। কিুন্তু আমার দেখামতে, পত্রপত্রিকায় - নিউজ পোর্টালে - টিভিতে যখন কোন অকারেন্স নিয়ে বেশি তোলপাড় শুরু হয়ে যায়; ঠিক তখনই সরকার (সরকার বলছি। কারণ, আইন বলে আলাদা কিছু নেই। সরকারই আইন) পদক্ষেপ নেয়। আর, ধরেন কোন ধর্ষণে ধর্ষিতাকে নিয়ে খবর ছাপাচ্ছে পত্র-পত্রিকা। কি হয় এতে? কেবল ধর্ষিতার ধর্ষণের খরবটা আরও বেশি ছড়ায়। আরও বেশি ধর্ষিত হতে থাকে লোকজনের কটু কথায়। কাউকে মুখ দেখানোর মত উপায় রাখেনা সাংবাদিকরা। অন্যদিকে, ধর্ষকরা ক্ষমতার জোরে পার পায়। কিছুদিন পালিয়ে বেড়ানে। এইটুকু।।
যাইহোক, চাইছিলাম, ধর্ষণের বিচারের খবরটা সামনে আসুক। ধর্ষণের খবরটা না :)
ধন্যবাদ ....

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৫

সোহানী বলেছেন: অপনার সাথে যেমন সহমত তেমনি প্রথম মন্তব্যকারী জাহিদ সাহেবের সাথে ও সহমত।

অবশ্যই পত্রিকায় যদি বিচারের খবর আসতো তাহলে এ অপরাধ কখনই বাড়তো না কিন্তু দু:খের বিষয় এ পর্যন্ত এর কোন বিচার হয়নি বা হলেও তা এতই সামান্য যা এ অপরাধকে আরো ও বাড়িয়ে দেবে। কারন অপরাধী তখন ভাববে, আরে ভালোইতো কোন ঝামেলাই নেই!!!!

আইনের শাসন থাকলে আপনার বুদ্ধিটা সত্যই খাটানো সম্ভব হতো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

আঁধারের আর্তনাদ বলেছেন: (-_-) গণতন্ত্রের নামে গণধর্ষণ চলে এদেশে..

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: সমস্যা সেখানেই যেখানে ধর্ষকদের বাদ দিয়ে ধর্ষিতাদের নিয়ে নিউজ হয় X((

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

আঁধারের আর্তনাদ বলেছেন: কি করবেন বলেন??? ধর্ষকদের নিয়ে তো আর রসিয়ে কাহিনী বানানো যায়না :(

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৫

মলাসইলমুইনা বলেছেন: জানি অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না | তবুও আপনার এই লেখাটা পড়তেই চাইনি আসলে | এতো মন খারাপ করা খবরের লেখা কি আর পড়তে ইচ্ছে করে, আপনি বলুন ? এমন কিন্তু নই যে এড়িয়ে যেতে চাই সবকিছু | জানি সেটা নিজের ব্যাপারে সত্যি নয় | তবুও এতো মরবিড ব্যাপারটা...| খুব অল্প দিনের মধ্যেই যেন দেশটা বদলে গেলো | কিছুদিন আগেও কিছু জিনিস আমরা চিন্তাও করতে পারতাম না | এখন সে সব শুধু দেখছি, শুনছি তাই নয় -সেগুলো হজম করাও মনে হয় শিখে যাচ্ছি ! আর কত যে নীচে নামবো !

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৯

আঁধারের আর্তনাদ বলেছেন: :( কি করবে বলেন?? না চাইলেও দেখতে হয় অনেক কিছুই.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.