নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধাহীন, দৃঢ় ও মুক্ত কণ্ঠের আহ্বান

www.facebook.com/ArunodoyOfficial

অরুণোদয়

এমন করেই যায় যদি দিন, যাক না..............

অরুণোদয় › বিস্তারিত পোস্টঃ

oDesk ফ্রিল্যান্সার দের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পোস্ট!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

আমাদের অনেকেই ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত! ফ্রিল্যান্সিং এর বাজারে এখন সবচেয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট হচ্ছে oDesk .



আর, oDesk এ bid করে কাজ পেতে হলে bid এর সাথে একটি cover letter পাঠাতে হয়…. Client প্রতিটি application review করে… কাজটি পাওয়ার জন্য অবশ্যই আপনার দক্ষতা থাকা প্রয়োজন। কিন্তু Client কে সর্বপ্রথম যা আকৃষ্ট করে, তা হল আপনার cover letter! এর মাধ্যমে আপনি আপনার নিজের প্রতিফলন ফুটিয়ে তোলেন!



অনেকেই cover letter লেখা নিয়ে চিন্তিত থাকেন, আবার অনেকেই লেখার সঠিক নিয়ম জানেন না বলে bid জিততে পারেন না। আমি কিছু ফ্রিল্যান্সারের সাথে কথা বলে ও নেট ঘেঁটে কিছু আদর্শ cover letter নমুনা বের করেছি। তাই আমার আজকের পোস্ট ১১ ধরনের কাজের একটি করে cover letter এর নমুনা নিয়ে! :D



আশা করি লেখাটা আপনাদের কাজে লাগবে!

!

ধন্যবাদ! :)



11 oDesk Best Cover Letter Samples



অথবা, http://dobelieveinchange.blogspot.com

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

সবুজ১ বলেছেন: লিংক কাজ করে না ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

সবুজ১ বলেছেন: এখন ঠিক আছে । ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

অরুণোদয় বলেছেন: :)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

দি সুফি বলেছেন: আমি যদি ক্লায়েন্ট হতাম, তাহলে ৬ আর ১১ বাদে বাকিগুলোকে "ডিক্লাইন" করে দিতাম!

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

ফেরারী৭৬৫ বলেছেন: লিংক কাজ করে না । X( X((

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১০

মিনহাজুল হক শাওন বলেছেন: যারা বলছেন লিংক কাজ করেনা তারা খেয়াল করেন যে পোস্টদাতা http এর পরে কোলন দেন নি বলে লিংক কাজ করছেনা। আপনারা যদি এতটুকুও না খেয়াল করেন তাহলে ওডেস্কে কাজ করবেন কি দিয়ে? কভার লেটার কপি করে বসাবেন আর ক্লায়েন্ট ডিক্লায়েন করবে।

লেখকে বলছি, Dear Hiring Manager বা এই টাইপ লেখা অড দেখায়। কারণ আপনি জানেন না ম্যানেজার নাকি বস না কে হায়ার করছে। সরাসরি Dear বলাটাও অপ্রয়োজনীয় মনে হয়। এইরকম ইংরেজী সাধারণত এশিয়ানরা কভারে দেয় এবং ক্লায়েন্টরাও এইটা ভালমতই বোঝে। তাই Hi, Hello এইরকম সহজ এবং শেষে regards, sincerely এমন "হেডমাস্টারের কাছে ছুটির আবেদন চাহিয়া পত্র: না লেখাই ভাল। যে হায়ার করছে সে ভালমতই জানে যে আপনারে সে টাকা দিবে এবং আপনি কাজ করতে বাধ্য। কাজেই অযথা বেশী লেখার প্রয়োজন নাই। আর বিদেশীরা বেশীরভাগই বড় বড়, কঠিন ইংরেজী ওয়ার্ড দেখলে বিরক্ত হয়।

যাহোক ভুল বলে থাকলে দুঃখিত। জাস্ট ব্যাক্তিগত মতামত দিলাম আরকি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

অরুণোদয় বলেছেন: আপনার মতামত share করার জন্য ধন্যবাদ!

খুব ভাল একটা suggetion দিয়েছেন!
আমরা সকলেই উপকৃত হলাম! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.