![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
দেশটা যখন চলছে ভাল তারা এটা চায়না
নৈরাজ্য সৃষ্টি করতে তাদের মায়া হয়না।
মা বোনের ইজ্জত নিয়ে খেলছে ওরা বায়না
ওরাতো মানুষ নয়রে,আস্ত একটা হায়না।
ছিনিমিনি খেলছে ওরা,এ দেশটাকে নিয়ে
ধর্ম নিয়ে নিছক খেলা,এ কোন ফন্দি দিয়ে।
আজকে যখন জাগছে জাতি তারা নত নয়
মরন বাজী রাখছে তারা, ঠেকাতে পরাজয়।
নতুন প্রজন্ম জাগছে যখন,পাচ্ছে তারা ভয়
কি করবে পাচ্ছে না কুল,সহিংশ যে হয়।
মানুষ রুপে পশুগুলি নাইরে হিত ধারা
অনাচারে ডুবছে জাতি কে করিবে তারা?
তারা মানুষ নয়,তারা পশু,তারা জানোয়ার
এদের ইজ্জত নেই,এরা জঘন্য আত্মার।
এরা নর পিচাস,এরা অপাংতেয়,এদের বর্জন কর সকল কাজে
এদের ধিক্কার দাও,ঘৃণা আর অপবাদে।
এদের ফাঁসি চাই দিতে হবে,যদি স্বধীনতায় বিস্বাস কর
এদের বর্জন কর সকল কাজে, সুন্দর বাংলাদেশ গড়।
তোমরা এগিয়ে যাও,ভয় কর না যুদ্বের ময়দানে
আমরা আছি সকল কাজে এ বিজয়ের টানে।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।