নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতায় খুজে পাই সবার জন্য কিছু করার স্বাধীনতা।এটাই আমার কৃতঙ্ঘতা সবার জন্য।

অরুন চঞবওী

আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।

অরুন চঞবওী › বিস্তারিত পোস্টঃ

এরা সাগরবাসী

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

এরা জেলে ,সাগরের বুক চিরেই খুঁজে পায় নতুন জীবন,

মানে না কোন বাঁধা, কোন নিয়ম , জীবিকার নির্মম পরিহাসে।

এরা বাঁচতে চায়,বৈরী সাগরের সাথে যুদ্ধ করে।

সাগর বড়ই উত্থাল,সে মানে না নিয়মের ধরা ছোঁয়া,

কখনো টর্নেডো,কখনো কালবৈশাখী হানে কড়াল ছোঁবল,

মৃত্যু পুড়ির সাঁজে নিভে যায় জীবন প্রবাহ, দারিদ্রের চরম

কষাঘাতের বেড়াজাল বাধাঁ নিত্য চাপে।

বিধাতার কড়াল অভিসাপ হয় না মোচন তাদের জীবন থেকে,

এ যেন এক পাষাণ পুড়ী,চীরকালের অভিসপ্ত এ সভ্যতা।

এক দিকে সাগর,অন্য দিকে প্রকৃতি এদের দবিয়ে মারে,

তাঁর সাথে মারে এ নিষ্টুড় সমাজ সভ্যতা।

তবুও এরা বাচঁতে চায়,কালের জীবন প্রবাহে

চীর নতুনের সন্ধানে,আবেগের পরম ছোঁয়ায়।

যেমন প্রকৃতি বিরুপ, তেমনি স্রষ্টাও নেয় মুখ ফিরিয়ে,

এরা যে সাগর বাসী,সাগর ভাসা এক ভেলা,

ভাসতে ভাসতে এরা হারিয়ে যায়,কালের গহ্বরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.