নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতায় খুজে পাই সবার জন্য কিছু করার স্বাধীনতা।এটাই আমার কৃতঙ্ঘতা সবার জন্য।

অরুন চঞবওী

আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।

অরুন চঞবওী › বিস্তারিত পোস্টঃ

কেউ কথা রাখে না

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

এটা এক অদ্ভুত জায়গা,কেউ কারো সাথে কথা রাখে না,

মানুষকে বিভ্রান্ত করাই এদের কাজ,

এরা মানুষ রূপি এক একটা হায়েনার মত।

দিনের বেলায় ভাল মানুষের চেহারাটা আর,

রাতের বেলায় সাঁজে কালো বিড়াল।

এরা রাজনীতির বেড়া জালে চলা এক অকালপক্ক।

মানুষের হক কেড়ে নিতে এরা বদ্ব পরিকর,

এরা কখনো হাঁসে কখনো কাঁদে এ যেন এক

পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

মানুষের ভাগ্য নিয়ে খেলে ছিনিমিনি খেলা,

গরীবের হক কেড়ে ,নিজেদের ঘরে বসায়-

নতুন বানিজ্য মেলা।

এরা কথা দেয় কিন্তু কথা রাখে না,

রাজনীতির মুখোশ পড়ে চালায় হাজারো বায়না।

রাস্তা গড়ে,পাহাড় কাটে,খাল কেটে কুমির আনে,

সাগর জলে ভাঁসায় বাণে,এরা জানে না।

ক্ষমতার দ্বন্ধে অন্ধ,কাউকে চিনে না,

লুটেপুটে খাবার বেলায় এরা সবাই হায়েনা।

এরা কেউ কথা রাখে না।

এটাই মোদের রাজনীতির প্রকাশ্য আয়না,

এই আয়নায় সবাই নাকি চোখে দেখে না,

কারন এরা কেউ কথা রাখে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

জানতে চায় বলেছেন: :)

২| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.