নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতায় খুজে পাই সবার জন্য কিছু করার স্বাধীনতা।এটাই আমার কৃতঙ্ঘতা সবার জন্য।

অরুন চঞবওী

আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।

অরুন চঞবওী › বিস্তারিত পোস্টঃ

তাল গাছটা আমার

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

আজ দেশ সংকটাপন্ন,সবাই ভাবছে লুটেপুটে খাওয়ার,কিভাবে চলবে এই দেশ?জাতির বিবেকের কাছে প্রশ্ন আমার।দেশ আজ দু ভাগে বিভক্ত।কেউ বলে আমি দেশের রক্ষক, কেউ বলে আমি দেশের মালিক,পুরো জাতি দিশে হারা ও বাঁধন হারা।সবাই ক্ষমতা চায়,সবাই গদি চায়, তাহলে কিভাবে চলবে এই দেশ? কেউ মুক্তিযুদ্ধা আবার কেউ রাজাকার, এই বিভক্তি কি আদৌ যাবে না, এ দেশের মাটি থেকে?আজ দেশে যে অবস্থা চলছে তাতে প্রধান দুই নেতার কিছুই ক্ষতি নেই কিন্ত অনেক মা হারাচ্ছে তার কোমলমতি সন্তান।কে দিবে তার জবাব? তাদের কি কিছু হারানো গেছে? যে পরিবারটা অসহায় হলো তার কি হবে?একজন সর্বদলীয় সরকার, আরেক জন নির্দলীয় ত্বতাবধায়ক সরকার চায়,এতে জাতির প্রত্যাশা কি? সবাই তার নিজের অবস্হানে অনড়, যে তাল গাছটা আমার।এখন দুই সন্মানীয় নেত্রীর কাছে আমার প্রশ্ন, এতে সমাধানের পথ কোথায়? এত পবিএ একটা জায়গায় থেকে কেন আপনারা দেশ ও জাতির জন্য নিরপেক্ষ থাকতে চান না? দেশের কথা ভেবে,দেশের মানুষের কথা ভেবে, আপনারা অনড় অবস্থা থেকে নিরপেক্ষ অবস্থানে আসুন।আর কোন মায়ের কোল খালি করবেন না।আজ আপনাদের সন্তান হারালে কেমন হতো?দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না,তা হলে আস্তাকুড়ে চলে যাবেন।জাতি তা হলে কোন দিন আপনাদের ক্ষমা করবে না।তাল গাছটা আমার এই মনোভাব পরিহার করে দেশ ও মানুষের কথা ভাবুন।ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: তাল গাছের অনেক উপকার আছে।
বেশী করে তাল গাছ লাগানো উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.