![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
বিচার করে যে বিচারক সে যদি খায় ঘুষ
কেমন করে সে দেশের মানুষ হবে হুশ।
মানুষ হয়ে মানুষ মারে, সে কেমন মানুষ?
মানুষ নামের পশুগুলি কবে মানবে পোষ?
বিডিআর এর এত জোয়ান, আজকে কেন মরবে?
তারাই কেন চুয়াত্তর জনকে নির্বিচারে মারবে?
এখানে আর্মির কি দোষ ছিল? কেন মরলো তারা?
যারা ইন্দন দিয়েছিল ,তাদের খুজেঁ দিবে কারা?
মানুষ হয়ে আমরা যারা মানুষ নিয়ে খেলি,
তাদের খুজেঁ কেউ দিবে না,এরাই চোরাবালি।
বনের পশুর বিবেক আছে মনের মানুর নাই,
এ লজ্জা কেমন করে কোথায় যে লুকাই।
বলতে শংকা হয়,মানুষ নামের পশু গুলির বন্য পরিচয়,
পশুরা কয় তা করো না,মোদের লজ্জা হয়।
মানুষ খেয়ে মানুষ মেরে খেলছে যারা খেলা,
এদের হটাও সময় নাইরে চলে যায় যে বেলা।
©somewhere in net ltd.