নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতায় খুজে পাই সবার জন্য কিছু করার স্বাধীনতা।এটাই আমার কৃতঙ্ঘতা সবার জন্য।

অরুন চঞবওী

আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।

অরুন চঞবওী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা মানে কি ?

২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

স্বাধীনতা মানে গাড়ী পোড়ানো নয়,

যাত্রীদের নিরাপত্তা বিধান করা।

স্বাধীনতা মানে মানুষের গায়ে আগুন

লাগানো লেলিহান উৎসব নয়,শান্তির

নিষ্চয়তা দেওয়া।

স্বাধীনতা মানে ঘরে বসে হরতাল

পালন নয়,মানুষকে জিম্মি করা নয়,

পথ চলার রাস্তা তৈয়ার করা।

স্বাধীনতা মানে,

মানুষের গাঁয়ে পেট্রল বোমা মারা নয়,

মানুষ পোড়ানো নয়,মানুষকে কস্ট দেওয়া নয়,

মানুষের মংগল করা।

সাধীনতা মানে,

গনতন্ত্র হত্তা করা নয়,জনসাধারনের

অধীকার হরন নয়,সাহায্যের হাত বাড়ি্যে দেওয়া।

হায়রে রাজনীতি! হায়রে গনতন্ত্র !

এ কোন দেশ ? যার আন্দোলন মানেই

মানুষ পোড়ানো উৎসব ! এটাই কি স্বাধীনতা ?

তাহলে স্বাধীনতা মানে কি?

মানুষ পোড়ানো কি?

গাড়ী ভাংচুর মানে কি?

নারীর ইজ্জত হরন মানে কি স্বাধীনতা ?

কষ্ট হয়,নষ্ট মানুষের কর্মসূচী দেখে

এটাই বুঝি বোকার দেশের ,বোকা নেতার স্বাধীনতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫

মেহেরুন বলেছেন: স্বাধীনতা বানান টা কষ্ট করে ঠিক করে দিন।

২| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৯

অরুন চঞবওী বলেছেন: ধনৎবাদ। কাল লেখার সময় অনেকবার দেখেছি হয়নি তাই এভাবে লিখেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.