![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
মা হইল অাশমান জমিন
নাই রে শেষ সীমানা,
মায়ের শরীর দয়ায় ভরা
এটাই তো সান্তনা।
সন্তানের কিছু হলে
আগে জানে মা,
আল্লাহ বলে মায়ের শরীর
আমার এই ছায়া।
চলতে বসতে খাইতে নাইতে
মাকে মনে পড়ে,
মা হলোরে জগত সংসার
সন্তানের পিন্জরে।
মা দিবসে মায়ের দোয়া
সকল মায়েই করে,
কজনা আছে বল
মাকে মনে ধরে?
সন্তানেরা বড় হলে
মাকে যায় সব ভুলে,
মা দেখে সকল সন্তান
তারই আখি জলে।
ভুল করোনা ভাই
মা হলোরে মানিক রতন,
তাকে ভুলতে নাই।
মা দিবসে লাখ সালাম
আমার মাকে জানাই।
অরুণ চক্রবর্তী
©somewhere in net ltd.