![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
ঢাকা যেন ঢেকে আছে, দিনদিন হারাচ্ছে তার জৌলস।একের পর এক দূর্ঘটনা যেন ঢাকার নিত্যদিনের চরিত্র।যে ঢাকা ছিল মানুষের হৃদয়ের আকাঙ্খার তিলোত্তমা রাজ্য আজ তা যেন নরকে পরিনত হয়েছে।সরকার যেন এক ননীর পুতুল হাসছে খেলছে সাধারন মানুষকে নিয়ে।যে দেশে মানুষের মূল্য গরু ছাগলের চেয়ে কম, সে দেশে মানুষের মূল্যায়ন কোথায়? এ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও নগরীর এ বেহাল দশা দেখে মনে হয় দেশ অভিভাবক শুন্য।কেন ঢাকার এ বেহাল দশা? নীমতলীর ঘটনার পর উচিত ছিল, সকল ঘিঞ্জি স্থাপনা ভেঙ্গে নতুন প্রযুক্তির ভবন ও রোড ঘাট নির্মান করা। কমার্শিয়াল স্হাপনার মাঝে কোন আবাসিক ব্যবস্থা না থাকা, তা হলে আজকের এ চিত্র দেখতে হতো না। এ দায় সরকার এড়াতে পারে না। কমার্শিয়াল ভবনে রাত নয়টার পর কোন রকমের লেনদেন না থাকা ও লোকজন না থাকা ।যদি এটা হতো তা হলে আজ এ দূর্ঘটনা ঘটতো না।আবাসিক ও বানিজ্যিক ভবনের পাস দিয়ে প্রসস্থ রাস্তা থাকতে হবে,এক ভবন থেকে আরেক ভবন পাঁচ থেকে দশ ফিট দুরে থাকতে হবে। যারা নকসা প্রনয়ন করেন তারা অবশ্যই গাজাখুরি ভাবে এ কাজ করেন যার ফলে আজ এ অবস্থার শিকার হতে হলো। এ দায় কার? আমি বলব যিনি অভিভাবক তার, তা হলে কে দায়ী ? অবশ্যই সরকার ।প্রতিটি নগরী ও শহরের বাহিরে কলকারখানা,মিল ফ্যাক্টরী, গার্মেন্টস স্থাপন করা উচিত।আবাসিক ভবন সর্বোচ্চ ছয় তলার বেশী করতে দেওয়া উচিত নয়,তা হলে নগরীতে এত মানুষের চাপ বাড়তো না।সাড়া দেশে নগরায়ন ব্যবস্থা গড়ে উঠতো।কবে হবে সরকার ও বুদ্বি প্রতিবন্ধিদের সুভ বুদ্বির বোধদয় সৃষ্টি কর্তা জানেন?আর কত জীবন এভাবে বলি হবে? কবে হবে চেতনা বোধ তা জানি না।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি লিখেছেন, "যে ঢাকা ছিলো মানুষের স্বর্গরাজ্য ...";
-ঢাকাকে নিয়ে কি এই ধরণের বাক্য গঠন কি সঠিক?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যে শহর আবাসিক, বাণিজ্যিক আর শিল্প এলাকার সীমারেখা বিলীন হয়ে যায়, সব মিলেমিশে অদ্ভুত এক মিশ্র নগরীতে পরিণত হয়; সেই শহরে এর চাইতে ভাল আর কিছুই আশা করা যায় না।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: গুলশান, বনানী, বাড়িধারা অথবা ডিওএসএইচ তো ঠিক্টহাক আছে। আর এগুলোতেই ধনীরা থাকে। তারা ভালো থাকলেই হলো- অন্যরা ভেসে যাক। তাতে কিচ্ছু যায় আসে না।