![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জটিলতায় বিশ্বাস করি না । যা কিছু সহজ ও সুন্দর আমি তার অনুরাগি । আমি ভাংগন দেখিনি তাই বিরহেও ভর করি না । আমি আকাশ , বাতাস , জলের পুজারী । তাই হাসতে জানি , বাচতে জানি ,ভালোবাসার গায়ে আবির মেখে ঘুড়ির মত ওড়াতে জানি । ছুটে চলায় আমি গা ভাসাই না । আমি জানি আমরা আসলে কেউই ছুটে যেতে পারি না । শুধুমাত্র ছুটে চলার কিছু আপেক্ষিক অনুভুতির মাঝে সপ্নকে হাতরে বেরাই । তাই আমি আমি স্থির ও পরবাসি দুটোই ।জানতে চাই জীবনের মানে । গ্রন্থগত নয় , পরীক্ষীত । থাকতে চাই জীবনের খুব কাছাকাছি ।মন কে ভুলিয়ে রাখতে চাই , বলে, “ আমি তোমার কাছে আছি , পাশে আছি “
শিয়র ধারে দাড়িয়ে থেকে
বাজাও একি সুর-
ঘুমের দেশে স্বপ্ন বেশে
হাড়াই সমুদ্দুর ।
তোমার ডাকে ঘুম ভাঙ্গেনা-
স্বপ্ন ভাঙ্গে রোজ,
স্বপ্ন ভাঙার জ্বালা কিযে
রাখনিতো খোজ ।
স্বপ্ন হারাই, শব্দ হারাই,
ছন্দ হারাই আরো
মন খারাপের অযুহাতে
কষ্ট করি জড়ো...
গায়ের পাশে গেঁয়ো মাঠ
মাঠের পাশে নদী,
ঢেউ বিহীন এই নদীটুকুর
নাম চন্দ্রাবতী।
চন্দ্রাবতী কেবল জানে
ছুটতে দিশেহারা
কালের পিছু ছুটতে গিয়ে
হারাল তার ধারা।
গাঁয়ের পাশে মাঠের শেষে
ছোট্ট কুঁড়েঘর।
ঘরের মাঝে জমাট আধাঁর
নেইতো আপন পর
সেথায় আমি একলা থাকি
একলা...
©somewhere in net ltd.