নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্তন ও বিভ্রম

আমি জটিলতায় বিশ্বাস করি না । যা কিছু সহজ ও সুন্দর আমি তার অনুরাগি । আমি ভাংগন দেখিনি তাই বিরহেও ভর করি না । আমি আকাশ , বাতাস , জলের পুজারী । তাই হাসতে জানি , বাচতে জানি ,ভালোবাসার গায়ে আবির মেখে ঘুড়ির মত ওড়াতে জানি । ছুটে চলায় আমি গা ভাসাই না । আমি জানি আ

অরূপ কুমার দাস

আমি জটিলতায় বিশ্বাস করি না । যা কিছু সহজ ও সুন্দর আমি তার অনুরাগি । আমি ভাংগন দেখিনি তাই বিরহেও ভর করি না । আমি আকাশ , বাতাস , জলের পুজারী । তাই হাসতে জানি , বাচতে জানি ,ভালোবাসার গায়ে আবির মেখে ঘুড়ির মত ওড়াতে জানি । ছুটে চলায় আমি গা ভাসাই না । আমি জানি আমরা আসলে কেউই ছুটে যেতে পারি না । শুধুমাত্র ছুটে চলার কিছু আপেক্ষিক অনুভুতির মাঝে সপ্নকে হাতরে বেরাই । তাই আমি আমি স্থির ও পরবাসি দুটোই ।জানতে চাই জীবনের মানে । গ্রন্থগত নয় , পরীক্ষীত । থাকতে চাই জীবনের খুব কাছাকাছি ।মন কে ভুলিয়ে রাখতে চাই , বলে, “ আমি তোমার কাছে আছি , পাশে আছি “

অরূপ কুমার দাস › বিস্তারিত পোস্টঃ

সুর আর অচিনপুর

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬

শিয়র ধারে দাড়িয়ে থেকে
বাজাও একি সুর-
ঘুমের দেশে স্বপ্ন বেশে
হাড়াই সমুদ্দুর ।

তোমার ডাকে ঘুম ভাঙ্গেনা-
স্বপ্ন ভাঙ্গে রোজ,
স্বপ্ন ভাঙার জ্বালা কিযে
রাখনিতো খোজ ।

স্বপ্ন হারাই, শব্দ হারাই,
ছন্দ হারাই আরো
মন খারাপের অযুহাতে
কষ্ট করি জড়ো ।

সুখপাখি আর অচিনপুরে
হয়না আজ আর যাওয়া,
তোমার সুরে সব হারিয়ে
আধার ছুতে চাওয়া ।

আধার বড় আপন লাগে,
আপন কালোর বুনন ।
মনটা কেবল হাতরে বেড়ায়-
আলোর অনুরনন ।

তবু তোমার সুর থামেনা
সুখ থেমে যায় আগে ,
কষ্টগুলোর ভেলায় তোমার
চড়তে কেমন লাগে ?

তোমার কিছু যায় আসেনা
তবু তুমি ছোট,
কাল হতে কাল কালান্তরে
নীরব হয়ে হাট ।

রাখ তোমার কারিগরি
রাখ তোমার জাদু ।
অন্ধকারের আড়াল থেকে
বাশি বাজাও শুধু ।

সুর না ছাই চিত্ত জ্বলে,
কেমন করে ছড়াও ?
কেমন করে কালের ভীড়ে-
স্মৃতির শরীর পোড়াও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.