![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জটিলতায় বিশ্বাস করি না । যা কিছু সহজ ও সুন্দর আমি তার অনুরাগি । আমি ভাংগন দেখিনি তাই বিরহেও ভর করি না । আমি আকাশ , বাতাস , জলের পুজারী । তাই হাসতে জানি , বাচতে জানি ,ভালোবাসার গায়ে আবির মেখে ঘুড়ির মত ওড়াতে জানি । ছুটে চলায় আমি গা ভাসাই না । আমি জানি আমরা আসলে কেউই ছুটে যেতে পারি না । শুধুমাত্র ছুটে চলার কিছু আপেক্ষিক অনুভুতির মাঝে সপ্নকে হাতরে বেরাই । তাই আমি আমি স্থির ও পরবাসি দুটোই ।জানতে চাই জীবনের মানে । গ্রন্থগত নয় , পরীক্ষীত । থাকতে চাই জীবনের খুব কাছাকাছি ।মন কে ভুলিয়ে রাখতে চাই , বলে, “ আমি তোমার কাছে আছি , পাশে আছি “
গায়ের পাশে গেঁয়ো মাঠ
মাঠের পাশে নদী,
ঢেউ বিহীন এই নদীটুকুর
নাম চন্দ্রাবতী।
চন্দ্রাবতী কেবল জানে
ছুটতে দিশেহারা
কালের পিছু ছুটতে গিয়ে
হারাল তার ধারা।
গাঁয়ের পাশে মাঠের শেষে
ছোট্ট কুঁড়েঘর।
ঘরের মাঝে জমাট আধাঁর
নেইতো আপন পর
সেথায় আমি একলা থাকি
একলা বসত বাড়ি
একলা আমি স্বপ্নে ভাসি
স্বপ্নে জমাই পাড়ি।
স্বপ্নে দেখি মাঠের শেষে
চাঁদের আলো এসে
ঢেউবিহীন এই চন্দ্রাবতীর
জলে কেবল মেশে
চাঁদের আলোয় চন্দ্রাবতীর
জলে সেকি খেলা
চাঁদটা তবু হাসে ভীষন
করে অবহেলা
তাইনা দেখে চন্দ্রাবতীর
মনে ভীষন জালা
বুক পেতে যার সুখকে ধরে
সেইযে করে হেলা
তাইতো শুধায় চন্দ্রাবতী
চাঁদের পানে ঘুরে
কেন এত অবহেলা
আমার অধর জুড়ে
তোমায় আমি বক্ষে ধরি
বুকে কর খেলা
ঢেউ গুলোতে আছড়ে পরে
কাটাও কত বেলা
তুমি কেন অহংকারী
অহংকারের বিষে
আমি তোমায় আকড়ে ধরি
কেবল ভালবেসে
শুনে কহে চাঁদ
তোমার সাথে আমার সাথে
বিরত্বে বিবাদ
আমার ভীষন আলো
তোমার এখন বার্ধক্য
লাগে না তাই ভাল
চাঁদের কথায় চন্দ্রাবতীর
ঢেউয়ে করুন সুর
চাঁদটা তবু হেংলা ভীষন
থাকে বেজায় দুর।
......................................
চন্দ্রাবতীর চাঁদে বিবাদ
তোমার বিবাদ আমায়
কষ্ট রাখি বুকের কোণে
বুক পকেটে জামায়।
তুমি আমায় দুঃখ দেবে
সুখ নেবেকি আমার
তুমি তোমার অরণ্য দাও
আকাশ নিও আমার
ভাবছ তোমায় আকাশ দেব
অরণ্যটা নিয়ে
নিছক এটা ষঢ়যন্ত্র
টুকরো আশা দিয়ে।
নতুবা হায় পাগল আমি
লাভ ক্ষতিতে কাঁচা
এত্তবড় আকাশ দেব,
অরণ্যতো খাঁচা।
ভেবনা আর চিন্তা ছাড়
অরণ্যটুক দিয়ো।
আকাশভরা স্বপ্ন দিলাম
কষ্টটুকু দিয়ো।
ভাবছ আমি হেরে গেলাম
অরণ্যটুক নিয়ে,
হারতে আমি ভালবাসি
তোমাকে জিতিয়ে।
©somewhere in net ltd.