নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগাতে ভালবাসি, জাগতে ভালবাসি।

আরিয়ান নিহাল

আমি অতি সাধারণের সাধারণ এক জন। লিখালিখি খুব ভাল লাগে তাই কিছু লিখতে চেষ্টা করি মাত্র। আমি সমাজকে জাগাতে চাই, সমাজের সকল অসঙ্গতি, অনাচার ও বৈষম্যের বিরোদ্ধে আমার কলম আজীবন চলবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও এই যুদ্ধ আমি চালিয়ে যাব।

আরিয়ান নিহাল › বিস্তারিত পোস্টঃ

ওরা নাকি সভ্য!

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২

ওরা নাকি সভ্য,
এতো যুগ পাড়ি দিয়ে আজো নাকি নব্য!
সৃষ্টির আদি থেকে উৎকর্ষতায়, যত যুদ্ধ,
তাদের হাতের খেল মাত্র।
দেশ দশের করেছে গোলাম
পুতুলের মত নাচায় অবিরাম।
কল কাঁঠি নাড়েন শাই, এক অভিন্ন সভ্যতায়,
তাতে নড়ে মানবতা, কারো নিস্তার নাই।
তারা শেখায় মানবতা, তারাই নাকি সভ্য
যত রকম খবরদারি, চালবাজিতে রপ্ত।
এক জাতি মরে, পুড়ে, আরেক জাতি অনাহারে,
এসব তুচ্ছ তাদের চোখে, আ-হা আহা-রে!
বৃষ্টির মত ত্রান করে দান
তাদেরই পা-চাটা গোলামের তরে।
জায়গার অভাবে, শত্রুর আঘাতে
উঠে যখন আহাজারি রুল
হোয়াট হাউজে মিটিং করে, আজ করতে হবে
কিছু একটা হ্যা, তা তো বটেই, নিশ্চয়!
ঘটুক যত গন্ডগোল।
আষাঢ়ের ঢল নামে ঝর ঝর
মনের অগোচরে ব্যাথা করে টল মল
জগৎ জুড়ে এমন করে মার খাবে কি দূর্বল?
এসো বিশ্ব,এসো মানবতা, এসো হে মানব,
আজ হব অসভ্য জনমের তরে, সভ্যরে করে নিধন।
এসো কালাপাহাড়, মোসলেনি এসো সানায়াত,
হিটলার
রণে দেব না ভঙ্গ কখনো আসুক যত ঝড় তুফান।
এসো আরবের ত্যাজি ঘোড়া, এসো হে হাতির দল,
সোয়ার হব তোমাদের উপর
ছুটো তোমরা দিগ- বিদিগ, পিষ্ট কর শাসকের দল।
তিমির রাত্রি বিদায় হবে আজ, উদিবে ঐ রাঙা
সূর্য,
তুমি জাগো, আমি জাগি আমরা জাগব আজ
তাড়াবো দুঃশাসনেরে হব হবোই নরপিশাচ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.