নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগাতে ভালবাসি, জাগতে ভালবাসি।

আরিয়ান নিহাল

আমি অতি সাধারণের সাধারণ এক জন। লিখালিখি খুব ভাল লাগে তাই কিছু লিখতে চেষ্টা করি মাত্র। আমি সমাজকে জাগাতে চাই, সমাজের সকল অসঙ্গতি, অনাচার ও বৈষম্যের বিরোদ্ধে আমার কলম আজীবন চলবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও এই যুদ্ধ আমি চালিয়ে যাব।

আরিয়ান নিহাল › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার সর্বোচ্চ চূড়ায় আরোহনের পরও রবোটিক্স জীবন!

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

আগে তো মানুষ এমন ছিল না! পৃথিবীর বয়স বাড়ার
সাথে সাথে মানুষের মূল্যবোধ, সততা,
মানবিকতা, জীবন বোধ এবং সহনশীলতা
যেন দিন দিন কমে যাচ্ছে। আমরা যতই সভ্যতার
উন্নত শিকড়ে পৌঁছাচ্ছি এগুলো ততই বিরল
প্রজাতির প্রাণির মত গবেষণা লব্দ বিষয় হয়ে
উঠছে।প্রতিদিন সংবাদ পত্রের পাতা বা
টেলিভিশন খুললেই চোখে পড়ে মানুষের
মূল্যবোধ অবক্ষয় ও হ্নদয়হীনতার ভুরি ভুরি
উদাহরণ। পাপ বোধ কিংবা মানবতা বোধ মানুষের
মধ্যে এখন খুব কমই কাজ করে। বাংলাদেশের
ক্ষেত্রেই ধরুননা, আমি এক একটা করে বলি,
বি.ডি.আর. বিদ্রোহ, তাজরিন ফ্যাশন, রানা
প্লাজা, সাগর -রুনি হত্যা, জায়েদ হত্যা এবং
সর্বশেষ রাজন হত্যার মত বর্বরোচিত ঘটনা। এ
ঘটনা গুলো পর্যবেক্ষণ করলে দেখবেন যে কোন
মানবিক বিবেক সম্পন্ন মানুষ তা করতে পারে না
কিন্তু মনুষ্য ছায়ায় লালিত শয়তান গুলোই এই জঘন্য এবং ঘৃণ্য
কাজ গুলো করেছে এবং বুক ফুলিয়ে সিনেমার
নায়কদের মত বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর
আমাদের সমাজ বা দেশ বা দেশের কতিপয় মানুষ
তাদের বিভিন্ন ভাবে রক্ষা করছে। মানবতা আজ
আকাশে বাতাসে আহাজারি করে ডুঁকরে কাঁদছে।
হে হ্নদয়হীন মানুষেরা যান্ত্রিক সভ্যতার
বিকাশের সাথে সাথে তোমাদের অন্তরও কি
যান্ত্রিক হয়ে গেছে? আমি আজ মানবতাকে খুঁজে ফিরি।
আছো কি কেউ আমার পাশে, যে মানবতার
পতকা উড়াবে দেশে দেশে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.