নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগাতে ভালবাসি, জাগতে ভালবাসি।

আরিয়ান নিহাল

আমি অতি সাধারণের সাধারণ এক জন। লিখালিখি খুব ভাল লাগে তাই কিছু লিখতে চেষ্টা করি মাত্র। আমি সমাজকে জাগাতে চাই, সমাজের সকল অসঙ্গতি, অনাচার ও বৈষম্যের বিরোদ্ধে আমার কলম আজীবন চলবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও এই যুদ্ধ আমি চালিয়ে যাব।

আরিয়ান নিহাল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবি নজরুলের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৭

প্রিয় এমন তার যেন যায় না বৃথায়
পরি চাঁপা রঙের শাড়ী খয়েরী টিপ
জাগে বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ
মালা চন্দন দিয়ে মোর কালা সাজাই।।
তুমি আসিবে বলে সুদূর তিথি
জাগে চাঁদের তৃষ্ণা লয়ে কৃষ্ণা তিথি
কভু ঘরে আসি কভু বাহিরে চাই।।
আজি আকাশে বাতাসে কানাকানি
জাগে বনে বনে নব ফুলের বাণী
আজি আমার কথা যেন বলিতে পাই
যেন বলিতে পাই, যেন যায় না বৃথায়।। প্রিয় কবি নজরুলের ৩৯ তম
মৃত্যুবার্ষিকীতে তার রুহের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রাণ ভরা ভালবাসা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩১

রাসেলহাসান বলেছেন: প্রিয় কবি নজরুলের ৩৯ তম
মৃত্যুবার্ষিকীতে তার রুহের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রাণ ভরা ভালবাসা।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

আরিয়ান নিহাল বলেছেন: সানিলিওন নিয়ে এত মাতামাতি অথচ জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চোখে পড়ার মত কোন আয়োজন নেই!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.