নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগাতে ভালবাসি, জাগতে ভালবাসি।

আরিয়ান নিহাল

আমি অতি সাধারণের সাধারণ এক জন। লিখালিখি খুব ভাল লাগে তাই কিছু লিখতে চেষ্টা করি মাত্র। আমি সমাজকে জাগাতে চাই, সমাজের সকল অসঙ্গতি, অনাচার ও বৈষম্যের বিরোদ্ধে আমার কলম আজীবন চলবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও এই যুদ্ধ আমি চালিয়ে যাব।

আরিয়ান নিহাল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের অপমৃত্যু

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

আমি একটি হাত দেখেছি,
লাল রক্তে ভেজা হাত!
বড় কষ্টে যেটা পৃথিবীর আলো দেখেছে,
তোমরা আমরা যার সন্ধান পেয়েছি।
আমি একটি পা দেখেছি,
সাদা ধবধবে, ফ্যাকাসে যেন রক্ত শূন্যতায় হাজার
বছর!
ইটের দেয়াল চিড়ে, শ্রম ব্যবসায়ীদে বাক্সবন্দি
চকমিলান ঠেলে
যেটা চির সবুজের পথে হাটতে চায়।
ক্যামেরার ফ্ল্যাশ টাস টাস, ক্লিকের পর ক্লিক,
পত্র -পত্রিকায় টেলিভিশন টকশো সরগম হররোজ,
মাঝখানে ব্যারেক আবার শীত ঘুমে যায় সেই
তাজা মূত্যু!
পৃথিবীর মানুষের কাছে আজ তা রসহীন রসগোল্লা!
যে হাত পা অবিশ্রান্ত পরিশ্রমে, সুতোর বুননে
নানান কল্পনার ভাজে রঙিন পোশাকে সাজায়
আমাদের এই পৃথিবী।
তারাই আজ নিতর! শুধুই হাত পা!
রক্তে ভেজা ফ্যাকাসে!
বড়ই বিচিত্র! আমরা জাতি বটে!
মুখের বুলি দিয়ে মালা গাথিঁ,
আর বাস্তবে সেটা ঝরা স্বপ্নতেই হামাগুড়ি দেয়।
ওরাতো শুধু স্বপ্ন দেখেছিল,
বেচেঁ থাকার স্বপ্ন!
খুকিকে এক জোড়া জামা কিনে দিবে,
ছোট বাবুটার জন্য একটি স্কুল ব্যাগ আর বৃদ্ধ মায়ের
জন্য এক খানা পানের ঢিবা।
তোমাদের মত সিঙ্গাপুরে হানিমুনে যাওয়া ওদের
স্বপ্ন ছিল না,
শুধু বাড়ির পুকুরে তপ্ত শরীরে একটি ডুব দিতে
চেয়েছিল।
বড়ই অদ্ভুত তোমাদের এই সমাজ,রীতি নীতি আর
তোমরা!
দালানের ভেতর তোমরা হাজার হাজার তাজা
স্বপ্নকে চির জনমের তরে, ইলিশ ফাইল দিতে পার!

মনে রেখ এই বালার্ক শুধুই তোমাদের নয়
শত ঘামার্ত বোবা শ্রমিকেরও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.