নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগাতে ভালবাসি, জাগতে ভালবাসি।

আরিয়ান নিহাল

আমি অতি সাধারণের সাধারণ এক জন। লিখালিখি খুব ভাল লাগে তাই কিছু লিখতে চেষ্টা করি মাত্র। আমি সমাজকে জাগাতে চাই, সমাজের সকল অসঙ্গতি, অনাচার ও বৈষম্যের বিরোদ্ধে আমার কলম আজীবন চলবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও এই যুদ্ধ আমি চালিয়ে যাব।

আরিয়ান নিহাল › বিস্তারিত পোস্টঃ

অভিন্ন আমি

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

স্বপ্নের সিঁড়ি পাব না জানি, নিছক অলীক ভাবনা,
কল্পনাতে শুধু আঁকি, সিঁড়ি তুমি ভাঙ আর ভাঙ,
পড়ে যায় আমি এবেলা!

মানুষ বলে সাফল্যের সিঁড়ি নাকি সে পায়,
পাই বটে! আগা গোড়া কেবল কৃত্রিম, ঘুরে ফিরে সনাতন রীতি!
আমি কেবল ভিন্ন ভিন্ন সিঁড়ি পাই, ভিন্ন
ছিন্ন কল্পনা, নিজ দেহের ভেতরও অন্য মানুষের গন্ধ !
রক্তের ভেতর কেবল বিদ্রোহ আর সত্তার
ভেতর কেবলই ত্যাজি ঘোড়া।
আসলে মানুষ শুধুই মানুষ হতে চাই
সম্পূর্ণ একটা অভিন্ন চক্র, কেবল মরে যাওয়ার জন্যই বাঁচে।
আমি কেবল বেঁচে থাকার জন্যই মরি, হাজার লক্ষ , কোটি বার,
বেঁচে গিয়ে মরতে চাই না, মরে গিয়েই বাঁচতে চাই।

সত্তার অমরত্ব কাঠির মাথার প্রাণ নয়,
সত্তা অকৃত্রিম বন্ধু, অসীম... সে শুধুই আমার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.