![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণের সাধারণ এক জন। লিখালিখি খুব ভাল লাগে তাই কিছু লিখতে চেষ্টা করি মাত্র। আমি সমাজকে জাগাতে চাই, সমাজের সকল অসঙ্গতি, অনাচার ও বৈষম্যের বিরোদ্ধে আমার কলম আজীবন চলবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও এই যুদ্ধ আমি চালিয়ে যাব।
রক্তিম সূর্য ওঠে আর যায়,
দিন গর্ভবতী হয়ে রাত হয়,
স্নায়ু চাপ বাড়ে, দেহের ক্ষুধাও মরে যায়।
হাঠাৎ করে আলোর দেখা,
আবার নিমিষে চলাৎ করে, হারিয়ে উল্টো পথে
বাহারি রঙে ধরা দেয় জীবন!
পরশ পরশ
না চাই না
তা কেবলই মাংসের গন্ধ!
উদ্ভুত স্বভাবটা ঢাকতে গিয়ে,
নিজেই জড় বস্তু বনে যায়।
রাঙা থেকে রঙিন,
হেঁটে হেঁটে যায় অনেক দুর
ছোট গাছটাও একসময় বড় হয়,
মরা মাছি, স্বপ্ন, রোজকার দিন, নিদ্রাহীন
রজনী ছুঁয়ে দেখা হল।
কি যেন অজানাই রয়ে গেল, স্পর্শ করিনি কখনও!
সূর্যটা ডুবু ডুবু,
নিয়ন আলোয় কয়েকটা পাতা দৃশ্যমান,
তরী এসে গেছে, খন্ডিত জীবন.. .. ..
এখানেই পূর্ণচ্ছেদ।
©somewhere in net ltd.