![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের পথ খুঁজে ফেরে ডানাভাঙা এক পাখি
হারায় সবুজ অস্তাচলের তৃনহীন বিভীষিকা
ভেঙে ফেলা শিকল সে এক রূপান্তরের রাখী
জীবন হারিয়ে জীবন এবার মরুহীন মরীচিকা।
জীবন হারানো স্বপ্নে মেশানো ফেনিল শুভ্র ঢেউ
বাসি হলে তার নেইকো হদিশ খবর রাখেনা কেউ?
প্রেম সে বাঁধন, আলগা খোঁপা, শিথিল শুন্য শব
স্বার্থ হারালে নিদ্রা ফুরালে করে পাখি কলরব।
একপেশে কথা, তর্ক অনেক কে’বা বোঝে তার মানে
জীবন বৃথাই, উদ্দেশহীন যাত্রা এ যেন, কর্মবিমুখ পানে!
সুকুমার ছবি, তীব্র লালসা, চাহিদার শেষ নাই
ভালবাসি তবু বৃথা জীবনেরেই, জীবনের জয় গাই।।
২| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬
বিজন রয় বলেছেন: আপনি তো অনেক পুরানো ব্লগার!! অনেক দিন পর পোস্ট দিলেন।
আবার নিয়মিত হন।
ধন্যবাদ।
৩| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৮
আসাদ /পারেভজ বলেছেন: ধন্যবাদ বিজন রয় দাদা-----!! দেখি নিয়মিত হতে পারি কিনা?
৪| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৪
বিজন রয় বলেছেন: জীবন একটাই এবং খুব ছোট। তাই জীবন কখনো মরতে চায় না। সেজন্য জীবন কিছু হারালেও, আঘাত পেলেও আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়। জীবনের জয় গান সেটাই।
কিছু টাইপো আছে।
শুভকামনা রইল।