নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

বাঙলা-বাংলাদেশ

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

আমাদের বাঙ্গালিদের কোন একাত্মতার সূত্র নেই যে আমরা সেই একক সামিয়ানার নিচে এসে দাড়াবো !বিভাজনের চূড়ান্ত মাত্রায় এসে দাড়িয়েছি আমরা । বিভাজন আর দলাদলির চরম হিংসুটেপনায় চর দখলের মত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানচিত্র কেটে কুটে টাঙ্গিয়ে দেয়া হচ্ছে দলীয়করণের সাইনবোর্ড । কোন স্থাপনা ,কোন অঞ্চল, হাসপাতাল ,শিক্ষালয় কিছুই আর নামাংকনের বাইরে নেই ,কিছুই নেই । তবু যাই হোক একমাত্র গান্ধীত্ববাদ হলেও ইন্ডিয়া তার জাতীয়তাবাদের চেতনা খুজেঁ পায় একাত্বীকরণের সরল সমীকরণের মাধ্যমে । মতবাদদুষ্টতার সকল মাত্রা ছাড়িয়ে দেশাত্ববোধের চেতনা স্পষ্ট হয়ে ওঠে তাদের সকল মাধ্যমে । আমাদের কি আছে একাত্বকণের ?কোন মাত্রা?কোন চেতনা ?মুক্তিযুদ্ধ ?বাঙ্গালিয়ানা?সবই পক্ষপাতদুষ্টতার দোষে কলুষিত । বাঙ্গালি না বাংলাদেশি ?মুক্তিযুদ্ধ না ইসলামতন্ত্র (স্বাধীনতাবিরোধী)?খন্ডীকরণের নগ্ন উল্লাসে দেশাত্ববোধের কোন ক্রিয়াশীল চেতনা নেই যা সবাইকে একই সুতোয় বেধে ফেলবে দেশের স্বার্থে !খন্ডিত জাতীয়তাবোধ নিয়ে কতকাল পুড়ে মরবো বিভাজনের কসাই

কসাই খেলায় !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.