নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

আগত আরক্ত সংসার ও কিছু বয়ান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬



১)

কি চাই নিজের কাছে নিজেও জানতে চাইনি নিভৃতে

নুলো ভিখিরির মত চেয়েই গেছি শুধু

পাখিদের কাছে,ফুলের কাছে,মানুষের কাছে,

পিপড়ের কাছে,জীবনের কাছে।

জীবন ঝুলিয়ে রেখেছে অন্তর্বতী নোটিশ,

প্রতীক্ষা আর বেঁচে থাকার সহগ সময়।

শালিখ শকুনের মত বেঁচে আছি

মাছরাঙ্গা ডাহুকের মত নিভৃতের পাঠে শিখে নিচ্ছি

কি করে থামাতে হয় গতিমান ট্রেন ;

অনভ্যস্ত কি করে চুমু খেতে হয়

কুকুর সভ্যতার চিবুকে ,

কি করে নিতে হয় কনজ্যুমার

আলিঙ্গন সম্মুখে নাকি পেছনে?

ভেতরে জালিম রেখে দৃঢ় বলিরেখায় কপচাতে হয়

মৃত ফেমিনিজম আর

সেক্যুলার সাম্যবাদের বিস্তর শ্লোগান ।

ধর্ম অন্তরীণ জোব্বার ভেতরে লুকিয়ে মারণাস্ত্র

লুকিয়ে রেখে ক্ষমতার কাসুন্দি আর সুশিক্ষার

আস্ত সিলেবাস

শূণ্যে মুঠি ছুড়ে গণতন্ত্র গণতন্ত্র বলে চেচাতে হয়

কি চাই

কতটুকু কেমন করে চাই

নিজেকে জিজ্ঞেস করিনি কখনো ;

আয়না ও আত্মবিভায় দাড়িয়ে বলিনি জীবন,

আমার প্রিয়তম জীবন !কেমন রয়েছ তুমি?

কতটুকু ভালো আছো নটরাজ ,মঞ্চাভিনয়ে?

কতবার হতে চেয়েছিলে আত্ম হন্তারক ?

কতবার পালাতে চেয়েছিলে নিজ থেকে

নিজের ভেতরে ?

কেন?

অন্তত একবার ,যেমন করে ভিখিরিকে জিজ্ঞেস করো

"কি চাই ?"

নিজের কাছে এতটুকু জানতে চাওনি বেভুলো সন্তাপ !

সভ্যতার কালি ঝুলি মেখে যারা আপাত সুন্দর

আর এক আততায়ী, যাকে বলে পরশ্রীকাতরতা

তাকেই ডেকে নিয়েছিলে অলিন্দে ।

সেই থেকে লুটপাট হয়ে গেছে সব ,

লজ্জার আনত আলখাল্লা ।

নি:স্ব নতজানু হয়ে নিজেতে তাকাতে ভয়

নিজের ঘৃণায় নিজেকেই পুড়ে মরতে হয় যুগান্তর।

--------------------------------------

২)

এখন বিভেদের মন্ত্র শিখি শুধু ,

সমষ্টিগত ভোর আমাদের আসেনা আর ।

এখন পাহাড়ের বুকে আদিম চাষাবাদে

মাটিভর বুনে যায় বিষাক্ত বীজ ,

লোভ ,হিংস্রতা..

এখন কারা যেন ,কারা যেন

গোর খুড়ে খেয়ে ফ্যালে স্বজনের হাঁড়

মুক্তি আর বিলাপের শুদ্ধ শরীর ।

আর কারা যেন ফিরে আসে তীর্থাগত

ভুল পাঠে হিংস্র দানব ,

মাটি ও মানুষের নরম অভ্যন্তরে

কেচোঁ আর তুরিলার মত ঢুকে যায়

ক্রমশ গভীর থেকে গভীরে

শৈশব থেকে যৌবনে ।

বাতাসে ছড়িয়ে বারুদ ,রক্ত লাল

পাখিদের ,স্বজনের বুকে ছুরি চাষে

মন্দ্র শিরায় লিখে ফ্যালে ব্যবছেদ ।

শোক আজ সতীনের মত ,

কে যেন কার পতনের সুখে হেসে ওঠে -

হেসে ওঠে ,ক্রমাগত বিকৃত অসুখে ।

---------------------------

৩)

মানুষ হয়েই বেচেঁ আছি নামমাত্র ,

অধোবোদন রূগ্ন সিদ্ধান্তের অথর্ব -আকাশজলে

উভচরী লোভ আর লালসার সারমেয় লকলকে জিহবায়

মানুষ হয়ে আছি শুধু অবয়বে ।

মানুষ !

ভাবতে ফিক করে হাসি পায় ,

মনুসংহিতা হেসে ওঠে ,

হেসে ওঠে ফুল পাখি

সমস্ত সুন্দর !

বুদ্ধানং তপ মনুষ্য গীতং

নির্বাণে অনির্বাণ বাতাসে লোভাতুর অম্লজান

গুম করে জেগে ওঠে অবিশ্বাস নগ্ন গৌণ বিশ্বাসে ,

বাস করে, অতপর বাসা বাধে ।

মানুষ !

ওহ হায় !

পশুদের সেন্সরে গালিগুলোও আটকায় মানহানি মামলায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.