![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা তোমাকে কত কিছুই বানাতে পারে ,
বেহুলা -ভেনাস ,মহামান্যা ইশতার
আর কখনো ডিসকর্ডিয়ার মত কূট।
ওদের শব্দের জোর আছে,
গাল ভরা বুলি আছে
পকেটে লুকানো আছে এজমালি চাঁদ,
আর টেনিস বলের মত পৃথিবী ;
তুমি চাইলেই দিয়ে দিতে পারে নির্দ্বিধায় ।
তুমি চাইলেই যেন মন্থর করে দিতে পারে গতিমা পৃথিবী
তার আহ্ণিক বার্ষিক ফলাফল ,
চাঁদ ও সূর্যের পৃষ্টটানে এনে দিতে পারে
প্রেমের বিপুল জোয়ার ।
শুধু তোমার জন্য,শুধু তোমার জন্যে শুক্লপক্ষেই
লাগিয়ে দিতে পারে চন্দ্রগ্রহণ। তোমাকে ভালবেসে অথচ তোমার মুখের ওপরে
বসিয়ে দিতে পারে তাবৎ পৃথিবীর রূপবতী মুখ ,দেহ ও কাম ।
ওরা পারে ,সব পারে
পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতে পারে তোমারই নামে
বানোয়াট সব অকথ্য বচন ।
এলোচুলে জোনাকীর
আলোজ্বেলে মাদল বাতাসে
সমস্ত আধাঁরের সুরাহা খোঁজে যারা
তারাই পারে ,প্রেমের সুউচ্চ মিনার থেকে চুলের মুঠি ধরে
নামিয়ে নিতে ধুলোর আখ্যানে ।
যে তোমার মরাল গ্রীবায় খুঁজে পেতো বিলাস কদম ,
বেলাভূমি ভেবে সমুদ্র আছড়ে নিতো যারা
একেক লহমায় ,
পতঙ্গের মত নেই হয়ে যেত
গন্ডা গন্ডা মর্দা পুরুষ
সে গ্রীবায় বিকেলের সোনা জমা রোদে
ওরাই বসাতে পারে পাচঁ পাচঁটি নখের আধাঁর !
ওরা সব পারে , স্তুতি পাঠ শেষে
তোমাকে ভোলাতে পারে সরল বিষাদে ।
রসায়নে জলসে দিয়ে সেখানেই বসিয়ে নিতে পারে প্রিয় মুখোশ,
ভিন্ন নারী।
কতরকমভাবে তোমাকে ভোলাতে পারে
ভালবাসতে পারে ওরা ।
আমিই পারিনা ওসব ,
বোকার মত নিরুচ্চারে ভালোবেসে যেতেই পারি শুধু!
সমস্ত অক্ষমতা জুড়ে
বোকা বোকা প্রেমেই ভাসাতে পারি তোমায় ,
এর কিইবা দিতে পারি আর! ভালবাসার মত ভিন্ন কোন উপমা নেই ,
আর কোন নিরেট শব্দ নেই আমার ।
বিশ্বাস করো, এপৃথিবীর কোন কিছুই তোমার নখেরও যোগ্য নয় ,
যা এনে তোমার পায়ের কাছে ফেলা যায় নির্দ্বিধায় ।
©somewhere in net ltd.