![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোঝাতে চেয়েছি যতদিন তার চেয়ে বেশি
বুঝতেই গেছে সময় ,
চোখের ক্যানভাসে একেঁছি আক্ষেপ
কানামাছি ভোর ;
নিদ্রাকুসুমে বেলী সোহেলি, ছিলো
অতসী দূপুরে চোখ খোলা ঘুঘু ,
ডেকে গ্যাছে শুধু কালো পিচ পথে
ঘুম ভাঙ্গা ফেরিওয়ালা ,
আকাশ বিলায়ে দূরের আকাশে মিলায়ে
উড়ে যাওয়া লোহালক্কর পাখি ।
চুপসে রাতের শরীর ভেজানো কাক
পাশেই বসে থাক,মূদ্রা ভাঙ্গা রাতে ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
উপদ্রুত উপকূল বলেছেন: ধন্যবাদ। প্রফেসর শঙ্কু। অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: লোহালক্কর পাখি
মূদ্রা ভাঙ্গা রাতে
উপমাগুলি চমৎকার। দৃশ্যকল্প পরিষ্কার।