নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

অতলান্ত বিষ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

বোঝাতে চেয়েছি যতদিন তার চেয়ে বেশি

বুঝতেই গেছে সময় ,

চোখের ক্যানভাসে একেঁছি আক্ষেপ

কানামাছি ভোর ;

নিদ্রাকুসুমে বেলী সোহেলি, ছিলো

অতসী দূপুরে চোখ খোলা ঘুঘু ,

ডেকে গ্যাছে শুধু কালো পিচ পথে

ঘুম ভাঙ্গা ফেরিওয়ালা ,

আকাশ বিলায়ে দূরের আকাশে মিলায়ে

উড়ে যাওয়া লোহালক্কর পাখি ।

চুপসে রাতের শরীর ভেজানো কাক

পাশেই বসে থাক,মূদ্রা ভাঙ্গা রাতে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: লোহালক্কর পাখি
মূদ্রা ভাঙ্গা রাতে

উপমাগুলি চমৎকার। দৃশ্যকল্প পরিষ্কার।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

উপদ্রুত উপকূল বলেছেন: ধন্যবাদ। প্রফেসর শঙ্কু। অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.