নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

পুরুষ পরীক্ষা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১





চেয়েছিলে আমি যেন নতজানু হই

হয়েছি আমি ,

চেয়েছিলে গোলাম ,হয়েছি ।

চেয়েছিলে পুরুষ হই ,

হতে পারিনি কোনদিন ।

শুধু বলেই গেলে

আমার পুরুষ পরীক্ষায় তোমার নারীত্ব

টলে উঠবে বলে

নিজেই ভীত ছিলে বরাবর ।

বারবার আওড়ে গেছ একই সংলাপ

পৌরুষ !পৌরুষ !পৌরুষ !

আমাকে অপ্রমাণ রেখে তুমি

কোন মানদন্ডে মাপতে চেয়েছিলে

পৌরুষ ?

সেদিন বিকেলে পার্কিং লটে

বিএম ডাব্লু দেখে তুমি প্রজাপতি হয়ে

উড়েছিলে অনেকদিন পর মনে আছে ?

স্টিয়ারিংএ রোলেক্স পরা হাত দেখে

বলেছিলে "পুরুষ "!

ও যদি পুরুষ হয় তবে

বহু আগেই হেরে গেছি আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.