![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়েছিলে আমি যেন নতজানু হই
হয়েছি আমি ,
চেয়েছিলে গোলাম ,হয়েছি ।
চেয়েছিলে পুরুষ হই ,
হতে পারিনি কোনদিন ।
শুধু বলেই গেলে
আমার পুরুষ পরীক্ষায় তোমার নারীত্ব
টলে উঠবে বলে
নিজেই ভীত ছিলে বরাবর ।
বারবার আওড়ে গেছ একই সংলাপ
পৌরুষ !পৌরুষ !পৌরুষ !
আমাকে অপ্রমাণ রেখে তুমি
কোন মানদন্ডে মাপতে চেয়েছিলে
পৌরুষ ?
সেদিন বিকেলে পার্কিং লটে
বিএম ডাব্লু দেখে তুমি প্রজাপতি হয়ে
উড়েছিলে অনেকদিন পর মনে আছে ?
স্টিয়ারিংএ রোলেক্স পরা হাত দেখে
বলেছিলে "পুরুষ "!
ও যদি পুরুষ হয় তবে
বহু আগেই হেরে গেছি আমি।
©somewhere in net ltd.