| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপদ্রুত উপকূল
তেরো নদী -সাত সমুদ্র পেরিয়ে
ভালবাসার সমস্ত নীল রং আর গভীর নিশ্বাস ছুঁয়ে
তোমাতে নতজানু হয়েছি এবার,
এবার তুমিই শেখাও বুকের কোন কোন স্থানে
মারণাস্ত্র লুকিয়ে রেখে সমস্ত উজাড় করে
দুবাহু বাড়িয়ে দিতে হয় সটান!
এবার তুমিই আমাকে শেখাও ভালবাসার সকল
পরিচ্ছন্ন শব্দাবলি আর আকন্ঠ পাপ;
পরিতাপহীন এক শুদ্ধ জীবন
কত সহজে মেনে নেয়া যায়।
সব হায় হায় চোখগুলোয়, জিবগুলোয়
নষ্ট সব বলিরেখায় কি করে বুনে দিতে হয়
লাজহীন নিখুঁত সেলাই!
আর যদি বিনিময়ের কথা বলো,
তবে তার মূল্যমান রেখো আমার আস্ত জীবন,
জীবন চুল্লিতে পুড়ে পুড়ে সোনা হওয়া হৃদয়
আর কুছ পরোয়া প্রেম।
আজ আমার আগ্নেয় চোখের উত্তাপে
পুড়িয়ে দিয়েছি সকল মনস্তাপ,সব দ্ব্যর্থকতা,
ছাই ছাই অন্ধকারেই খুজেঁ পেয়েছি এক কমনীয় মুক্তো।
যার প্রাপ্তি স্বীকার তুমিই করে দিও অকপট।
©somewhere in net ltd.