নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় সূত্রঃ

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

ভালবাসা তার ক্ষিদের দাঁতে

ছিড়ে ফ্যালে ভোগ,

অনাহারি পাঁজরে পুষে রাখা

ব্যাধির কাকঁন রুলি হয়ে যায়

কার হাতে!

সে তো শুধু নারী নয়

যাপিত ক্ষিধেয় যারা

হেঁটে যায় নষ্ট নগরে!

আহ আজ মুক্ত হোক

দেবীদের শাপান্ত জীবন!

দেবতা নত হও বেদির নিকটে,

যতবার বলি হলো

গাভীদের পাঠাদের প্রাণ

তারও অধিক আদিষ্ট হও

নতজানু হও।

যতবার উপগত ছিলে

তারও বেশি অনুগত হও

বলি হও দেবিদের গ্রাসে।















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.