![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(1)
অতপর নিশর্ত বিপ্লবের ডাক দিলো কেউ কেউ,
যারা ঘরে ছিল, এ উন্মাদ প্রযুক্তির সাথে
যেসব বিজ্ঞাপন ঘাটা মানুষ, যারা বিপ্লবকে
মুখের বাণীই করে নিয়েছিল সেভাবে।
আর আঁধারের ইশ্বরের কাছে যারা গিয়েছিল
আলোর ম্যাচমেকার,
ঘুমভাঙা সূর্যও তাদের খুঁজে পায়নি বিছানায়।
(2)
ওভাবে হয়না, যতবার ডানায় লিখে রাখো আযান।
ওভাবে হয়না যুধিষ্ঠির, নিজের কুকুরের কাছে
অধর্ম মেনে চলে যাবে স্বর্গের পানে।
ওভাবে হয়না কাস্তে - হাতুড়ি,
মানবিক ট্যাগে কেটে যাবে পাথুরে নদি।
অলৌকিক জাহাজে তুমি কার নাম ধরে ডাকো?
কাকে কাকে চেন তুমি? কে কার ভাই?
পিতা -মাতা -বধু? ওভাবে হয়না,
একবার ঠুকরে কাঁদো গোলাম সাধের বণিক বাগানে।
(3)
চিরকাল অধর্মের বেসাতি গেয়ে গেয়ে পায়ে পড়ে আছি এক নাগেশ্বরীর,
ওখানে ধুলোও নেই শুধু খসখসে শেতল অন্ধকার, আঁশটে কফিনে লুকিয়ে
রাখা রক্তাক্ত ছুরির এলবাম, দাহত্তোর ট্যানারিগলির গন্ধ।
একবার নীলকান্ত পাখির ডানাগুলো চুরি করে রেখেছিলাম লোহার সিন্দুকে
ভাবিনি লতাগুল্ম হয়ে খেয়ে নেবে আঙুর বাগান,
হাওয়া বলতে বাতাসকে বুঝিনি বলে, মানিনি বলে, আমি ভুল, চিরটাকাল।
©somewhere in net ltd.