নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

এবং আত্মস্বীকার

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

এখন আমার কোথাও যাবার নেই,

শুধু

পায়ে পায়ে নিজেকে গুটিয়ে ফেলা নিজেরই ভেতর।

সফলতার সাথে দেখা হলেই কেবল মনে পড়ে যায়,গন্তব্য ছিল আমারও;

ভেনো অভিযাত্রায়

রক্তবমির দেয়ালে ঝুলিয়ে দেয়া যেত চকচকে ক্যালেন্ডার,কর্পোরেট

স্ফিংস।

মেধা ও মননের শীলন শেষে কেবলই বিতর্ক ;একজন দ্রোণাচার্যের

প্রতিজ্ঞা কাঁধে করে

এ যাত্রা ও যাত্রা ঘুরতে-ফিরতে নিজের সাথে বারবার নিজেরই

দেখা হয়ে যায় অন্ধকারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

C/O D!pu... বলেছেন: ভালো লাগলো... :)

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

উপদ্রুত উপকূল বলেছেন: আমার স্বার্থকতা। অনেক প্রীতি নিবেন। c/o D!pu .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.