![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলাপাতা বিকেলে নুয়ে গেলে বেশ হতো, শেষে হোলি খেলা, সে কি আয়োজন! উৎসব এতখানি রঙিন হয়ে ওঠেনি কোথাও।
সাতটি রঙকে তারাবাতি দেখাতে নিয়ে যাবে বলেছিলে এফোঁড় ওফোঁড় কোন মৃদুলা জোনাকির মাঠে। ওগো সোনার নাও, ভাসতে যাওয়ার এত আকুলতা তোমার!
একদিন নাগরিক কাঠামো ভুলে যাবে মেঘেরা, পালক ছুরিতে ফালিফালি পেখমের মত ছড়িয়ে ভেসে থাকবে ময়ূর বাগানে। ওকি বৃষ্টির প্রতীক্ষা নাকি জরায়ু বন্ধে জলের শব্দ! যে বাঘিনী আঁচড় কেটে কেটে সীমানা লিখে দিলো গাছে গাছে, তাঁর মধ্যরাতে হ্যালোজেনচাঁদের শহর ভেজানো ডাক এসেছিল পাহাড় চূড়োয়, ভাষাহীন ভ্রান্তি মেশানো নিমন্ত্রণ, মাইলস্টোন লিখে রাখে যে শরীর, ও শরীর ভাষা ভাঙে, ইশারা জানেনা, ডাকতে জানে শব্দ জানেনা ফেরাতে জানেনা।
তুমি ফিরতে চাওনা বলে ধূপগন্ধ বরাতের বৃষ্টিতে ভেঙে পড়ো প্রেমিক সিজদায়।
ঘুড়ি জানে আর বালক হবেনা নাটাই, শেষবার বেহালা সঙ্গম চিহ্ন দাগ রেখে যাবে রপ্ত শরীরে।
©somewhere in net ltd.