![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে একজন শ্রমিক হিসেবে গড়ে তোলার চেষ্টায় মত্ত আছি। কাজ করি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে। লেখা লেখকের সত্বাধীকৃত [email protected]
আমার খুব প্রিয় এক বন্ধু সাহাবাগ গনজাগরণের একজন কর্মি (অনলাইন এক্টিভিস্ট) কে তার ফোনে এসএমএস এর মাধ্যমে ৭ দিনের মধ্যে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে দেশের বাইরের এই নং +971558170485 থেকে।
তিনটা এসএমএস আসছে প্রথম এসএমএস এ বলা হয়েছে “ সেভেন ডেইস কিল ইউ”
দ্বিতীয় এসএমএস এ বলা হয়েছে “ তুই নাস্তিক, বাচঁতে চাইলে তউবা করে আল্লাহর কাছে মাফ চা” তৃতিয় এসএমএস এ বলা হয়েছে “ তুমি এ পথ ছেড়ে দাও”
ফোন নং টি খোলা আছে ফোন করলে রিসিভ করছে না, আবার মাঝে মাঝে বিজি পাওয়া যাচ্ছে। এসএমএস গুলো গতকাল এসেছে ।
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯
গৌতম রায় তাপু বলেছেন: " নিজেকে একজন শ্রমিক হিসেবে গড়ে তোলার চেষ্টায় মত্ত আছি।
কাজ করি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে।... নিজেকে একজন শ্রমিক হিসেবে গড়ে তোলার চেষ্টায় মত্ত আছি।
কাজ করি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে।... "
ভাল লেগেছে আপনার কথাগুলো,....
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০
লুকার বলেছেন: এটা UAE এর নাম্বার। সেখানকার সরকারী দপ্তরে জানান ব্যবস্থা নিতে।
৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
বর্তমানবাংলা বলেছেন: @গৌতম রায় তাপু .....
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬
বাকাট্টা বলেছেন: াপুরুষরাই এসব করে। ওরা কাপুরুষ