নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদ ইসলাম এর লেখা

বর্তমানবাংলা

নিজেকে একজন শ্রমিক হিসেবে গড়ে তোলার চেষ্টায় মত্ত আছি। কাজ করি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে। লেখা লেখকের সত্বাধীকৃত [email protected]

বর্তমানবাংলা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু ও সিগারেট

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩



২০০৮ সালের কথা, চ্যানেল আই এর অফিস তখন সিদ্ধেশ্বরীতে। কাজের ফাকে চা, কফি আড্ডার জন্য কফি গার্ডেন ছিল আমার প্রিয় জায়গা। বন্ধু, পরিচিত কেউ আসলে ওখানেই আপ্যায়ন ও কথাবার্তা হত । তখন আমার প্রিয় বন্ধু ছিল উঠতি এক নারী মডেল । তার সাথেও সেখানে প্রায়ই চা,কফি খেতাম আড্ডা দিতাম। সে থাকলে সিগারেট ধরাতে দিতনা সে খুবই সিগারেট অপসন্দ করতো তবুও আমি ধরাতাম ।



একদিন সে তার বয়ফ্রেন্ড নিয়ে এল। আমরা তিনজন আড্ডা দিচ্ছি, কথা প্রসঙ্গে জানলাম তার বয়ফ্রেন্ড ও সিগারেট খায়। সুবিধা মনেকরে আমি সিগারেট ধরাতেই বান্ধবী রাগ করে উঠে হন হন করে বের হয়ে চলে গেল। তার বেচারা বয় ফ্রেন্ড আমার সাথেই বসে রইল আমরা সহজ হওয়ার চেষ্টা করতে করতে দুজন সিগরেট টেনে টুনে ঘন্টা খানেক সেখানেই বসে রইলাম। দুজন কয়েকবার ফোন করেও বান্ধবীর রাগ ভাঙাতে পারলাম না ।



সেদিন থেকে তার সাথে এক ধরনের দুরত্ব তৈরী হল শেষ মেষ তার বয় ফ্রেন্ড ও আলাদা হয়ে গেল। এখন আর তেমন যোগাযোগ হয় না। দিন পনের আগে আমার সেই পুরানো বান্ধবী ফেইস বুকে একটা ছবি পোষ্ট করেছে। গ্লোরিয়া-জিন্স কফি শপে বসে বান্ধবী পায়ের উপর পা উঠিয়ে নিজেই সিগারেট টানছে, নাক মুখ দিয়ে ধোয়া বেরুচ্ছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.