নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা আসন্ন!

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

ছাত্র হিসেবে কেমন ছিলাম, সে আমার শিক্ষক মহোদয়গণ প্রত্যয়ন করবেন।

পরিক্ষার্থী হিসেবে বরাবরই খারাপ।
মানে, ঝামেলা হয় আর কি!

প্রশ্ন আসে, তা সে কি ঝামেলা?
এই পরীক্ষা আসলেই মাথায় ভূত চাপে, অদ্ভুত সব খেয়াল চাপে, পাগলামি চাপে।

পরীক্ষা আসলেই আমার যত প্রিয় কাজ, সেগুলো আরও প্রিয় হয়ে যায়, যেমন বই পড়া (এবং অবশ্যই সেটা সংশ্লিষ্ট পরীক্ষার বিষয় বাদে), গান শোনা। আর মুভি দেখার সেই ঝোক চাপে।

আর যে সকল মুভি এর আগে খুজে পাইনি, সেগুলো সব লাফ দিয়ে সামনে হাজির হয়, বহুত দিন ধরে খুজতে থাকা, মার্কেট আউট বেস্ট সেলার বইটা হঠাৎ ফুটপাতের দোকানে এতটা কম মূল্যে পাওয়া যায়, যে ওটা ফুটপাত থেকে সরাসরি আমার বইয়ের টেবিলে আসে।

পরীক্ষার আগের রাতে তাস খেলার ঝোক ওঠে, খুব করে।

পরীক্ষার আগে বিশ্বকাপ ফুটবল/ ক্রিকেট / অলিম্পিক শুরু হয়।

ঈদ আর পূজো ও হ্লায় পরীক্ষার আগে ই আসে।

কাজিনের বিয়ের অনুষ্ঠান, সেও পরীক্ষার আগে।

ঘুরতে যাওয়ার ব্যামো ওঠে।

ক্রাশ ও ঠিকই পরীক্ষার আগে টুকটাক সারা দেয়া শুরু করে।

আর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বাথরুম চাপে।

পুনশ্চঃ এত কতা কইলাম, ৪ তারিখ ভাইভা, এই সকল সমস্যা একসাথে দেখা দিছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:




প্রশ্নফাঁস হয়েছে?

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

মৌন পাঠক বলেছেন: উত্তর আগে থেকেই জানা, তবে সে উত্তর বড়ই নেতিবাচক!

২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:২৪

কালো যাদুকর বলেছেন: পরীক্ষার কথা ভূলে যান একেবারে - সব উপসর্গ একবারে চলে যাবে।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

মৌন পাঠক বলেছেন: মনে পড়ায় ফিরে এসে মন্তব্য করলাম।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: মন দিয়ে পড়ুন। পড়ার কোনো বিকল্প নাই।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মৌন পাঠক বলেছেন: পড়েছিলাম, কমন পরে নাই।

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:০৯

জুল ভার্ন বলেছেন: আমার কাছে পরীক্ষা কোনো দিনই বাড়তি কিছু ছিলোনা-অন্য আর দশটা দিনের মতোই স্বাভাবিক। এমনকি পাশ ফেল নিয়েও কোনো প্রকার চাপ ছিলোনা।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

মৌন পাঠক বলেছেন: এ পরীক্ষা সে পরীক্ষা না!
ডিপার্ট-মেন্টাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.