নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

কামলা চরিত ১

১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১২



লাইব্রেরীতে সারাদিন বইয়ের মাঝে মুখ গুজে থাকি, উট পাখির মত। কেউ আমায় চেনেনা, আমিও কাউকে না, এখানে আমার পরিচিত একমাত্র আমি।
পড়নের প‍্যান্ট কোনমতে লজ্জা নিবারণ করে, গেন্জিটা দুপাশ থেকে ছেড়া; ছেড়া অংশটুকু প‍্যান্টের পকেটে ঢুকিয়ে রাখি, যাতে হুট করে কারো চোখে না পড়ে। পড়লেই বা কি, এখানে কেউ আমাকে চেনে না, আমিও কাউকে না। সুতরাং, লাজ শরম কিংবা মান সম্মানের বালাই নাই।
একবার অল্প কিছু টাকা'র ব‍্যবস্থা করলাম, সস্তায় ১টা শার্ট কিনব। লাইব্রেরি চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট যাচ্ছি, পথেই নীলক্ষেত। কিছু বই দরকার ছিল, আগেরবার এসে পাইনি, আজ দেখে যাই বই আছে কিনা।
খানিকপরে ১ হাতে গেন্জি'র ছেড়া অংশ প‍্যান্টের পকেটে গোটাতে গোটাতে আরেক হাতে বই নিয়ে নীলক্ষেত হতে ফিরে আসছি....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হয় এমন হয়েছে অনেক । রিকশা বাসের টাকা দুপুরের খাবার টাকা , ঈদের জামা সেলামি সব সব গেছে বই এর দোকানে।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

মৌন পাঠক বলেছেন: সে এক জীবন বটে!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৩

জগতারন বলেছেন:
বই পড়ে জ্ঞান আহোরনের জন্য।
সেই জ্ঞান সর্ব সাধারনের কল্যানের উন্মুক্ত করতে হয়।
যেমনঃ লিখে বআ কর্মের মাধ্যমে।

১৭ ই জুন, ২০২৩ রাত ১:১৬

মৌন পাঠক বলেছেন: সুন্দর বলেছেন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.