নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

কামলা চরিত ৪ঃ চা খোর!

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

ছবিঃ অন্তর্চা
শোনেন, আপনারা যেই ওয়েতে পড়তাছেন, এই ওয়েটা ই ভুল, এপ্রোচটা হইতাছে না, আপনারা পরীক্ষা দিতাছেন ইংলিশ ভাষার, গ্রামারের না...

এই ক্লাসটা শুরু হয় গাছতলায়, প্রতি সকালে, লাইব্রেরির ভিতরে তো আর ক্লাস হয় না!

এই ক্লাসের টিচার ও স্টুডেন্ট প্রত্যেকেই লাইব্রেরির পাঠক, সবারই কমন গোল ১টা ই, কমন ইন্টারেস্টের সূত্র ধরে আমি টিচার, তারা স্টুডেন্ট।

ক্লাসটা শুরু হয় চায়ে, এক কাপ গুড়ের চা'য়ে।

খানিক বিরতি ও পুনঃবিরতি নিয়ে চলে নিরবধি, স্টুডেন্ট আসে, স্টুডেন্ট যায়, লেকচার চলে অনবরত...

সময়ের নিয়ম মেনে ঘড়ির কাটা ঘোরে অবিরতঃ অতঃপর ১ টা বাজে, ২ টা বাজে, ২.৩০ বাজে, ২.৪৫, ২.৫৫, বাজে ৩ টা!

অলস সময়, আলসে ক্লান্তিতে, ঘুমের ঝিমুনিতে, ক্ষুধার তন্দ্রাতে ৩ টা বেজে ১, ২ , ৩

ঃ ভাই লাঞ্চ করছেন, চলেন চা খেয়ে আসি (আবার আসে কোনও এক স্টুডেন্ট)

চায়ের কাপে ই শুরু হয় আবার সক্রেটিস, রবীন্দ্রনাথ, জাতিসংঘ, বিসিএস......

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

অঙ্গনা বলেছেন: ব্লগে পোস্ট দিছেন ?
চলেন এককাপ চা খাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০০

মৌন পাঠক বলেছেন: হ, দিলাম, কিন্তু এইঢা জিগানোর হেতু আমার এন্টেনায় ধরে নাই।
পুনশ্চঃ গল্পরে লেখকের ব্যক্তিগত জীবনের সাথে মিলাইলে হবে কি?

চলেন এক কাপ চা খাই, ঘন্টাখানেক লেকচার এর বিনিময়ে!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমিও চা খোর। দিনে ৬ কাপ চা ও ১ কাপ কফি খাই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৪

অঙ্গনা বলেছেন: ব্রো মিক্স করি নাই।
মানে চা খোরদের যেই কাজ, ঘুমাইতে যামু চলেন চা খাই।
মোর লাইক এমন বুঝাইছি ।
দুইবার কমেন্ট করলাম ?
চলেন এককাপ চা খাই ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৩

মৌন পাঠক বলেছেন: এইবার চা না খাওয়াইলে মাইন্ড খাইতাম

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

পোড়া বেগুন বলেছেন:
পোড়া কপাল, আমারে কেউ এক কাপ চা খাইতে কয়না!

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯

মৌন পাঠক বলেছেন: লেকচারের বিনিময়ে চাঃ লেবিচা এ আপনাকে স্বাগত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.