নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

কোন্দল করেন!

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭

#WorldCupQatar2022 ছবিঃ অন্তর্জাল

ঃ ভাই, বিশ্বকাপ চলে।
ঃ হুম।
ঃ আপনি কোন দল?
ঃ কোনও দল না।
ঃ তা ক্যামতে হয়!
ঃ আসলেই আমি কোনো দল সাপোর্ট করি না।
ঃ ভাবী কোন দল করে?
ঃ সে কোন্দল করার মত লোকই না!
ঃ হাহাহোহো

ঃ ভাই কি কইতে ভয় পাইতাছেন?
ঃ আরে নাহ, কিয়ের ভয়!
ঃ ভয় কিয়ের ভাই, এইডাতো আওমী লীগ-জামাত ক্যাচাল না, তাই না?
ঃ হুম।
ঃ এইডাতো হিন্দু মুসলিম দাঙ্গা ও না...
ইজরাইল- ফিলিস্তিন এর মত সমস্যা ও না,
কইতে সমস্যা কি?
ঃ আমি আসলেই কোন-দল করি না।
ঃ হুদাই ডর খাইতাছেন, আমরা তো আর বাউনবাইড়া নাই...
ঃ হুজুরে ফুটবল খেলা হারাম কইছে বইলা কইবেন না
ঃ ধুরো মিয়া, কতা খুইজা পাও না আর!

খানিক বিরতির পরেঃ

ঃ নেতায় কিন্তুক পোস্ট কইরছে...
ঃ করুকগে

ঃ রোনালদোর এইডা শ্যা্ষ বিশ্বকাপ
ঃ না, ওয় পাইতো না, ঐ দলে কাম হইত না

ঃ গত ম্যাচে নেইমার ইঞ্জুরড হইছে
ঃ হ, পোলাডা জান পরান দিয়া খ্যালে, নাটক কম করে

ঃ জার্মান নতুন টিম, কি মনে অয়
ঃ নাহ, সুবিধার না

ঃ পগবা যা খেলতাছে, ফ্রান্স কি হরে কওন যায় না
ঃ হ, ওয় ভালো খেলতাছে, এই বয়সেই ১টা বিশ্বকাপ জিতছে

ঃ স্পেন টিকিটাকায় দারুন দিল
ঃ খেলার বহুত বাকী

ঃ এইডা কিন্তু মেসির শেষ বিশ্বকাপ!
ঃ কইছে তোমারে, ওর কাপ খাওনের ক্ষুধা নাই

ঃ কাইল নাকি আপনি ৪-৫ দেশের পতাকা কিনছেন, পতাকার ব্যওসা লইছেন নাকি?

ঃও ভাই, কন না, আপনি কোন-দল করেন?
ঃ হালাউজ্ঞার ফো হালাউজ্ঞা, স্যার এ কোন দল করে হেইডা জানিনা, হ্যায় যে দল করে, আমিও হেউজ্ঞাই করি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



মৌনতাই ভালো ছিলো।

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

মৌন পাঠক বলেছেন: ক্যান্ট ডিজেগ্রি

২| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: ব্বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.