| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
Click This Link
দৈনিক একাধিক বার ইচ্ছে করে, 
সব ছাইড়া চইলা যায়।
স্রেফ চইলা যাই!
হাতে যা কিছু আছে, 
সব রাইখা, 
সাথে যা আছে সব ফালাইয়া,
পকেট ফাকা কইরা, 
সকল সহায় সম্পদ, 
যা আছে তা, 
যা নাই তা, 
যা আসার কথা, 
যা যাওয়ার কথা সব, 
মানে সব রাইখা। 
পরিবার পরিজন, আত্মীয় স্বজন, 
বন্ধু বান্ধব, বিশেষ কইরা শত্রু, 
অহিতাকাংখী ও 
এই স্বত্ত্বা না থাকলে যাদের সুবিধা হয়, 
ইত্যকার যত সম্পর্ক আছে, 
সব ত্যাগ কইরা, 
সব সম্পর্করে তুচ্ছ কইরা, 
পিছু ফালাইয়া সব পিছুটান, 
চইলা যাইতাম।
এই দিন দুনিয়া, 
চাকরি-বাকরি, 
অর্জন - বর্জন, 
মান-সম্মান, 
ক্ষমতা-প্রতিপত্তি, 
ইগো, গর্ব, লোভ লালসা, 
কাম বাসনা 
সব ছাইড়া যাইতাম।
পুরোপুরি এতিমের মত, 
যার কোথাও কিচ্ছু নাই, 
নাম পরিচয় গোত্রহীন, 
যারে কেউ খোজে না, 
যার কাউরে হাজিরা দিতে হয় না, 
যার হারাবার কিছুই নাই, 
এমনি হইয়া হারাইয়া যাইতে মন চায়।
রাস্তায় রাস্তায় ঘুরে বেরানো পাগলের মত, 
যে শুধু প্রলাপ বকে, 
নিজের মনে, 
কারো আগে ও নাই, 
পাছেও নাই, 
অফিস নাই, 
কাজ নাই, 
সংসার নাই, 
পরিবার নাই, 
সো দায়িত্ব নাই, 
নাই কর্তব্য, 
নাই কর্তব্য ও দায়িত্ব পাালনের অসীম চাপ, 
নাই কোনও প্রত্যাশা, 
নাই দাবী দাওয়া পূরণ করার, 
নাই দাবি দাওয়া আদায় করার, 
নাই মিছিল মিটিং, 
নাই বড়ভাই, অভিভাবক, 
সহমত ভাই, 
নাই ধর্ম, ধর্মীয় আচারের নামে অনাচার, 
না আছে সামাজিকতা পালন, 
কৃষ্টি কালচারের বালাই নাই, 
রং্ধনু নাই, 
গীবত নাই, 
গল্প আড্ডা নাই, 
জীবন নামের বন্দীশালায় নাই, 
জীবনই তো নাই।
আছে শুধু সীমাহীন পাগ্লামোর স্বাধীনতা, 
কারো ক্ষতি না।
পাগলের কথা কইছি, পাগলি না,
চুইদা খাল কইরা দিব,
এ জাতি পাগলেরেও ছাড়ে না।
২| 
১৩ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৩৯
মৌন পাঠক বলেছেন: ইএইটা কবিতা না।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২৩  দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: ছড়া বা কবিতার ভাষা হতে হয় সুন্দর ও শ্রুতিমধুর।