নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একেকটা ক্ষণ কান্না আসে, বুকফেটে
তীব্র আর্তনাদে
কাদতে পারি না,
চেপে রাখা যন্ত্রনাতে
পাছে কেউ দেখে ফেলে
পাছে কেউ বুঝে যায়
শুধুমাত্র, পাল্টে যায় অভিব্যক্তি
মুখের, চোখের, ঠোটের
দাতে দাত চেপে
ঠোটে ঠোট কামড়ে
গিলে ফেলি কান্নাটুকুন
গিলে ফেলি ব্যাথাটুকুন
জল ছাড়া।
পরক্ষনেই স্মিতহাস্য বদন!
৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
মৌন পাঠক বলেছেন: আসুন, জামাতে বা অ-জামাতে কাদি
২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: পাঠ করলাম।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৮
মৌন পাঠক বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৩
নীলা(Nila) বলেছেন: কান্না করা ভালো