নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বলিউড মুভি "পাঠান"!

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৫



বলিউড মুভি "পাঠান" দেখলাম,

অবশ্য এটারে উপভোগ করা বলা যায়।

কিং খানের দীর্ঘ বিরতির পরের প্রজেক্ট।

মূলত সিনেমা দেখি, সময় কাটানোর জন্য, আই মিন ফুল এনজয়মেন্টের জন্য, আর নিজেরে ডিস্ট্রাক্ট রাখার জন্য।

সিনেমারে তখনই সফল বলব, সেইটা যখন আমারে ডিস্ট্রাক্ট করতে পারবে, এবং এই ডিস্ট্রাক্ট করার ক্ষেত্রে "পাঠান" ভালোই সফল।

পাঠান একটা পিওর বলিউড মাসালা মুভি, হেয়ার নাথিং সিরিয়াস।

ঐ যে কিছুদিন আগে আমরা পত্রিকার পাতায় পড়েছিলাম, এমবিএ পড়া ছেলেমেয়েরা বগলে ল্যাপটপ, হাতে নোটপ্যাড নিয়ে সিনেমার প্রডাকশন এ আসছে, তারা হিসেব নিকেশ করে, কিভাবে ঐ সিনেমারে ব্লকবাস্টার বানানো যায়।

এই ক্ষেত্রে সিনেমার জগতের অনেক পূর্বসূরীদের আফসোস ও দেখতে পাইছিলাম।

সেই মাসালা মুভির থিওরিতে একটা "ভারত মাতা কি জয়", দেশপ্রেম, খানিক প্রেম, একজন স্পাই, আরেকজন এক্স স্পাই এর দেশ বিরোধী কর্মকান্ড, একশান, সাথে দুইখান আইটেম ও হ্যা আরেকখান সুপারস্টার, এইবারে যা করতে হবে, দিতে হবে ঘুটা, যা আসছে ঐটা একটা পিওর মাসালা মুভি, এইটার প্লট, টার্ন আর টুইস্ট প্রেডিক্টেবল।

আসবে ট্রেলার, দেইখা খানিক বিতর্ক উস্কে দিবে।

ও হ্যা, বিতর্কের উর্ধে কিছু নাই, মনে পড়ে গেল, নেগেটিভ মার্কেটিং ইস দা বেস্ট।

সো বিতর্ক অবশ্যাম্ভাবী, খেয়াল রাখতে হবে, এই বিতর্ক যেন লিমিট ক্রস না করে, তাতে ব্যাকফায়ার করতে পারে।

মুভিতে আসি, "পাঠান"!

এন্ট্রি, প্রোটাগনিস্টের এন্ট্রি হবে সুপারহিরো এন্ট্রি।
পাঠান এর এন্ট্রি, সুপার হিরোইক, তবে এই ক্ষেত্রে খেয়াল করবেন তার ভয়েসের টেক্সটার, তার সেই চিরচেনা ফ্যাস্ফ্যাসে রোমান্টিক যক্ষ্মার রোগীর ভয়েস থেইকা পুরাই ইউটার্ন, এইটা ভাল্লাগছে, আসলেই!

শাহরুখ খানের বুইড়া হাড়ের যে একশন, মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিন এর কথা বলছি, এই কোরিওগ্রাফিটা অসাধারণ, সাথে তার এক্সিকিউশনটা ন্যাচারাল ই লাগছে, আরোপ করা লাগেনি।

সিনেমা মূলত অডিটওরিয়াম এ দেখার মত বিষয়, বাংলাদেশ এ বসে সেটা দেখার সুযোগ তো আর নাই, হল প্রিন্ট দেখে নিলাম।

হল প্রিন্ট দেখার যে সুবিধা, আপনি বাসায় বইসা হলে দেখার ফিল পাইবেন, হলের দর্শকের উল্লাসধ্বনি, সিটি মারা এইসব আর কি।

যেমন ধরেন, শাহরুখ খানের এ্নট্রিতে হল ফাইটা পড়ল, উল্লাসে, সিটিতে, শিষধ্বনিতে, আবার ধরেন ট্রেন এ ভাই এর এন্ট্রি, ইউ গট টু খানস ইন আ ফাইট সিকোয়েন্স টুগেদার, গেস হোয়াট ক্যান হ্যাপেন ইন দা অইটোরিয়াম, জাস্ট কান ফাটানো উল্লাস।

মুভির মিউজিক অতটা ভালো লাগে নি, গান দুইটা তো না ই।

আর জন! আব্রাহামের কথা না বললেই নয়, ওর অভিনয় অতটা ভালো না, বাট এই মুভিতে সে ১টা ব্যাড এস ভিলেনের পার্ট এ দারুন করেছে।

দিপিকার চরিত্রটারে আরেকটু ভালো কইরা গড়া যাইত, তার ব্যাকগ্রাউন্ড ইতিহাস এর খানিক হিন্ট দেয়া আছে, বাট নট এনাফ।

সে যাই হউক, এইটা একটা পুরাই এন্টারটেইনিং মুভি, আই গট দ্যাট।

কিং খান কিং এর মতই কামব্যাক করেছে, ওয়েল ডিজার্ভড!

অনলাইন এ অনেকে ট্রল করছেন, এইটার অনেক দৃশ্য ই ঠিক লজিক্যাল না, মানে সায়েন্টিফিক না, আরে ভাই আমরা পাঠ্যবই থেকে সায়েন্স উঠাইয়া দিচ্ছি, আর মাশালা মুভিতে আপনারা লজিক খুজেন!

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: আজকে পাঠান দেখে শেষ করলাম । সত্যিই বলেছেন এটা পুরোটাই মাশালা মুভি । একশনে ভরপুর । আমার সব থেকে চমৎকার লেগেছে সালমান খানের ক্যামিওটা । বলা চলে ওটাই সব থেকে বেস্ট পার্ট মুভির ।
তবে মুভির অনেক ডায়ালগ আমার কেন অতি রঞ্জিত আর মেকি মনে হয়েছে ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:০৫

নিমো বলেছেন: এটার ট্রেলার দেখে আর কাহিনী পড়েতো মনে হল এটার নাম পাঠা রাখা দরকার ছিল।

২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

মৌন পাঠক বলেছেন: যেকোনও বিষয় এ সমালোচনা করার গ্রাউন্ড অবশ্যই আছে, সেটা না করে হুট করে নেতিবাচক বলাটা কতটা সমীচিন!

আপনার মন্তব্যটা ভালো লাগে নি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০৩

কামাল১৮ বলেছেন: এখানে চলছে।মেয়েরা যাচ্ছে,বলেও ছিলো, কিন্তু কেন যে গেলান না।পরে টিভিতে দেখে নিবো।

২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

মৌন পাঠক বলেছেন: না দেখলে যে আহামরি মিস করবেন এমন কিছুই না,
সিনেমা হলে একসাথে দেখার মজাটা ই ভিন্ন।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৬

কাছের-মানুষ বলেছেন: ছবিটি নিয়ে অনেকেই দেখলাম উহ-আহ করছে! ওটিটি-তে আসলে দেখে নিব!

২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

মৌন পাঠক বলেছেন: এই "উহ-আহ" টুকুনই স্টারডম এর ইফেক্ট।
ওটিটিতে সিনেমা হলে বসে দেখার ফিল পাবেন না।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো প্রিন্ট বের হলে দেখবো।

২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

মৌন পাঠক বলেছেন: তখন আবার ও দেখবো,
এইখানে এর সিনেমাটগ্রাফি বা এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিছুই লেখি নাই।, যেটা আসলে হলপ্রিন্ট দেখে বোঝার উপায় নাই।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখলাম। ফালতু মুভি।
বিশেষ করে দীপিকা যেসব জামা পড়ে নাচ গান করেছে সেগুলোতে তাকে মানায় নাই।
দীপিকার বেস্ট মুভি 'পিকু'।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৮

মৌন পাঠক বলেছেন: এইটা মাস মুভি, এইটারে নিয়া ঐরকম আশা ও করি নাই।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: যেকোনও বিষয় এ সমালোচনা করার গ্রাউন্ড অবশ্যই আছে, সেটা না করে হুট করে নেতিবাচক বলাটা কতটা সমীচিন!
মোটেই সমীচিন না। এখন এমন একটা বয়সে আছি যে, এরকম একটা চলচ্চিত্রের জন্য মূল্যবান ২ ঘন্টা ৪০ মিনিট ব্যয় নির্বোধের কাজ হবে। এককালে শাহরুখের অনেক চলচ্চিত্র নিয়েই উহ-আহ করেছি।

লেখক বলেছেন:আপনার মন্তব্যটা ভালো লাগে নি।
ধন্যবাদ। ব্যক্তি শাহরুখ যেভাবে কারও সাহায্য ছাড়াই নিজ গুনে বলিউডে নিজেকে পো্ক্ত করেছেন, তাতে তাকে যথেষ্ঠই সম্মান করি। তাই আশা করি এই বয়সে তিনি এমন অভিনয় করবেন যাতে সেটা বজায় থাকে। কিন্তুএটা তার সাথে যায় না বলেই মনে করি। এটা ঠিক গত কয়েক বছর বলিউড ভয়াবহ মন্দা দেখছে। প্রযোজকের লগ্নি ফেরত পাওয়াবোর দায়িত্বও তাঁর কাঁধে বর্তায়। এই চলচ্চিত্র হয়তো বলিউডকে খানিকটা অর্থের দিক দিয়ে সাহায্য করবে, তবে এটাও মাথায় রাখতে হবে চলচ্চিত্র কেবল অর্থ-বাণিজ্যের শিল্প নয়, শিল্পের শিল্পও। আপনার লেখাটা সুন্দর হয়েছে। ভালো থাকুন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নেওয়াজ আলি বলেছেন: সবখানে পাঠান আর পাঠান। দেখতে হবেই।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৯

মৌন পাঠক বলেছেন: দেখুন, এই দুনিয়া থেকে ডিস্ট্রাক্ট করবে খানিক সময়ের জন্য।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: আমি হলেই দেখব । আপনার আলাপ থেকে কিছু আঁচ করা গেলো ।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২০

মৌন পাঠক বলেছেন: প্রত্যাশা রাইখেন না, জাস্ট,
স্রেফ এনজয়মেন্ট এর কথা ভাবলেই পয়সা উসুল।

১০| ২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৬

নতুন বলেছেন: ট্রেইলার দেখে খারাপ লাগলো না। পপর্কন মুভি। সময় কাটানোর জন্য খারাপ হবেনা।

২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩

মৌন পাঠক বলেছেন: এটা টাইম পাসের জন্যই। নাথিং মোর অর লেস

১১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:১৩

নীলা(Nila) বলেছেন: আপু একটা আবদার করতে পারি???

২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩

মৌন পাঠক বলেছেন: আইচ্ছা, কারে কচ্ছেন?

১২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩১

বিটপি বলেছেন: একটা সস্তা হিন্দী ছবি তিন ঘন্টা ধৈর্য্য ধইরা দেখতে পারলেন (তাও আবার হল প্রিন্ট) সেজন্যে আপনাকে অভিনন্দন।

২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

মৌন পাঠক বলেছেন: এর থেইকা বেহুদা অনেক কামই আমরা দিনভর করি, এইটা আর কি, তবু, শুক্রিয়া জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.