নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

সংসার, তুমি!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২

খুব রাত্তিরে,
আহার শেষে, এক প্রস্থ শ্রান্ত শরীর
বিছানায় ছুড়ে ফেলেছ, কারো অপেক্ষায় না
খানিক সময় বাদ, প্রিয়তমা ডান পাশে
মাথা বুকে বুলাচ্ছে পালক সদৃশ আঙুল
পুত্র কন্যারা বুকের উপর খাচ্ছে হূটোপুটি
এই বুঝি সংসার!

দিনের ক্লান্তি শেষে,
বালিশে আশ্রয়, এলিয়ে শরীর
হাতে মুঠোফোন, ভাবছ ডোপামিন ডিটক্স
বেগম আমার, বুকের বা পাশে
কচ্ছে কথা ফুসুর ফাসুর মৃদু সরে
বাচ্চারা সব পিঠের উপর লম্ফ ঝম্প
এই বুঝি স্বর্গ!

খুব রাত্তিরে,
ওমে ভরা বিছানা, বিছায়ে শরীর
ভাবছি যা তা, সামাজিক মাধ্যম
সোহাগী মোর, এক পশলা আদর
গুনগুনিয়ে গাচ্ছে গান, ভালোবাসি
বাচ্চারা সব, ভালোবাসি বাবাকে
না না, ভালোবাসি মাম্মিকে
জীবন!

খুব রাত্তিরে,
সব পিছু ফেলে, রেখে মস্তক
কোলে তার, বুকের ঘ্রানে আর ওমে
মৌন ভালোবাসা, কথা হয়, না বলে
সোনামনিরা সব বুকে কাধে
গানের তালে ঝড় তোলে আনন্দের
সংসার!

খুব রাত্তিরে,
তার বুকেতে, মাথা রেখে
ঘুম আসে স্বর্গ হতে, নয়ন জুড়ে
আমার তোমার, আমাদের
সোনামনিদের, শুয়ে এলোমেলো
বুকে, আমাদের মাঝে
আশ্রয় এক, সংসার।

১৫ ফাগুন ১৪২৯
২৮ ফেব্রুয়ারি ২০২৩
রাত ১২.০৭
মেহেন্দীগঞ্জ, বরিশাল

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সংসার - চিত্রটা ভালো হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৯

মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জনাব

৩| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ হইছে

০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:১৩

মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.