নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ম্যানেজারের দিনলিপি ১

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০০


চিত্রঃ নাইটক্যাফে প্রম্পট

শোন শোন শোন বন্ধু শোন দিয়া মন
এ ঘন সন্ধ্যাতে এক ম্যানিজারের কথা করিব বর্ণন

সেথায় ছিল এক ম্যানিজার, চাকরি করেন ব্যাংকে
এক ধাপ দুই ধাপ কইরা তিনি পৌছাইছিলেন র‍্যাংকে
তাহার কথা কি করিব আর কথায় কথায় বর্ণনা
গল্পে গল্পে করিব আজ তাহার জীবন ও বন্দনা

হাতে তাহার ম্যালা পাওয়ার, কলমে বহুত জোড়
এক খোচাতেই খুইলা ফেলেন সকল বাধার দোড়
আশেপাশে দূর দূরান্তে আছেন তাহার যত কর্মী,
সবাই তারে পূজ্য করেন, হয়ে সহমর্মী

ম্যানিজারের আশে পাশে ওড়ে বহুত লোক
দুহাত ভরে আসে তাহার যেমনি আসে পোক
ডেপুটিরে দিয়া রাখছেন ভাল-মন্দ সকল দায়িত্ব
ভালো যা কিছু আছে হেথায় সব তাহার অর্জিত

কথায় কথায় কহেন, আমি সৎ শতভাগ
অফিস চালায় নানান উপায়, দ্বিতীয় ভাগ

আজকে মত হইল তাহার অনেক বন্দনা,
এ বেলায় লইব বিদায় সালাম ও জানাইয়া।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আরেহ বাহ!

আছেন নাকি কোন সুরকার এই চমৎকার গানে সুর করার?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪০

মৌন পাঠক বলেছেন: আমার বেসুরো হেরে গলা,
সামু ফাকা হয়ে যাবে।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকারি ব্যাংকের ম্যানেজার নিশ্চয়ই?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৭

মৌন পাঠক বলেছেন: আমি নিজেই সরকারি ব্যাংকের ম্যানেজার

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: আমি নিজেই সরকারি ব্যাংকের ম্যানেজার। ভালোই হলো। কোন ব্যংকে আছেন বলা যায়?

৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩০

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো হইছে ম্যানেজার সাব।

০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৭

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.