নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

রম্য রস

১৩ ই মে, ২০২৩ রাত ১০:০০

গত সন্ধ্যার অনা-ড্ডায় এক সফল ব্যক্তির প্রসংগ এল, যার বিয়ের ৩ বছরের মাথায় তার স্ত্রী দুর্ঘটনায় মারা যান।

এর পরে ঐ ভদ্রলোক আর বিয়ে করেন নি।

আলোচনাকারী বললেন, " জীবন্টা কি? স্ত্রীর ভালোবাসায় তিনি আর বিয়েই করলেন না!"

পাশ থেকে এক না-দুষ্টু লোক কইল, "আপনি কি শিউর, সে তার স্ত্রীর শোকেই বিয়ে করেনি,
এমন ও তো হইতে পারে, তার ৩ বছরের সংসার জীবনে অভিজ্ঞতার ভয়ে আর বিয়ে করেন নি"।

হুম, উহা হইতে পারে।

আলোচনা এখানেই শেষ,।

কিন্তু, সমস্যা হইল চিরকুমার সংঘের ;
তারা বুঝতে পারছে না, এই সফল ব্যক্তিকে তারা সদস্য পদ দিবে কিনা?

যদিও সে চায় নাই, এই বিরল সম্মান।

তথাপি, চিরকুমার সংঘের একটা দায়িত্ববোধ বলে ব্যাপার আছে নাহ!

চাইলেই তো আর তারা সেটা এড়িয়ে যেতে পারে না, তাই না!

প্রস্তাব আসলো, তাকে অনারারি উপদেষ্টার পদ দেয়া হোক।

এইখানেও ঝামেলা বাধছে, যদিও তার এখন বউ নাই, সে বিয়া তো করছে, এইটা তো মূল শর্তরেই ভংগ করে।

এই ইস্যু আরও মারাত্মক আকার ধারণ করেছে, যখন কিছু বিক্ষুব্ধ সদস্য ঘোষণা দিয়া বসল,
সফল ব্যক্তিকে সদস্য বা উপদেষ্টা রুপে গ্রহন করিলে তারা ও বিবাহ করিয়া ফালাইবে।

সর্বশেষ সভাপতি একটা ইউনিক আইডিয়া নিয়া আসলেন,
চিরকুমার সমিতির আজীবন সদস্য হওয়া খুবই দুর্লভ ও কষ্টের বিষয়, খুব কম লোকই এর সদস্য পদে আজীবন থাকতে পারে।

সো আমরা ১টা বিপত্নীক সমিতি খুলিতে পারি, এবং উহাতে তাকে সভাপতি করিতে পারি।

মশাই, সে ভালো বলেছেন, কিন্তু এতে অপ্রতিদ্বন্দ্বী ও ইউনিক সমিতি হিসেবে আমরা আমাদের গ্রহনযোগ্যতা হারাইবে,
আর ওরা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাবে।

যেহেতু আমরা সামাজিক ও রাজনৈতিক প্রানী, অদূর ভবিষ্যতে আমরা ও উক্ত সমিতির সদস্য হইতে পারিব, বলিয়াই সভাপতি জিহ্বায় কামড় দিলেন।

এই কথা বলিয়া তিনি সমিতির ৪২০ এর ঞ নং অনুচ্ছেদ বলে সভাপতি পদ হারাইছেন...

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:১৮

মিরোরডডল বলেছেন:

হাসবো বলে রম্যটা পড়েছি কিন্তু আনফরচুনেটলি হাসি আসেনি :(

১৩ ই মে, ২০২৩ রাত ১০:২৯

মৌন পাঠক বলেছেন: আসুন লেখককে বয়কট করি।

২| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:২২

দারাশিকো বলেছেন: বাহ! এইবার সভাপতির পদে কি আপনি দাঁড়াইলেন?

১৩ ই মে, ২০২৩ রাত ১০:২৯

মৌন পাঠক বলেছেন: বিপদে ফালাইলেন বড়!

৩| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:৩৩

মিরোরডডল বলেছেন:




নাহ! তা কেনো?
লেখকের আগামী রম্য পোষ্ট অনেক বেশি হাসির হবে।

কেউ হাসবে আর কেউ হাসবে না
তা হবে না, তা হবে না।

১৪ ই মে, ২০২৩ রাত ১২:০৫

মৌন পাঠক বলেছেন: সরি, আপনার সমালোচনা ঠিকাছে,
লেখকের এপ্রোচ হয় নাই।

৪| ১৪ ই মে, ২০২৩ রাত ১২:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ে পাগল লোকেরাই চিরকুমার সঙ্ঘের সদস্য বেশী হয়। হুমায়ূন আহমেদ, আনিস সাবেত আর আহমদ ছফা এই সঙ্ঘের সদস্য হয়েছিলেন। একমাত্র আহমদ ছফা বিয়ে করে নাই। বাকিরা বিয়ে করেছে কমপক্ষে একবার। আহমদ ছফা বিয়ে না করলেও নারী সান্নিধ্য লাভ করেছিলেন।

১৪ ই মে, ২০২৩ সকাল ৮:৪৭

মৌন পাঠক বলেছেন: বিয়ে ই এখানটায় নির্বান লাভ কিনা!

৫| ১৪ ই মে, ২০২৩ রাত ১:১৭

জ্যাক স্মিথ বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় পুরো জাতি বিয়ে ম্যানিয়ায় ভুগতেছে। কে কত দ্রুত বিয়ে করতে পারে এবং বেশি বেশি সন্তান উৎপদন করতে পারে তার একটা প্রতিযোগিতা চলে।

১৪ ই মে, ২০২৩ সকাল ৮:৪৫

মৌন পাঠক বলেছেন: যেভাবে বাস্তব জীবনে, বাল্যকাল হইতে পরিবার থেকে বিয়ের ভূত ঢুকানো হয়,
গল্প উপন্যাস নাটক সিনেমায় বিয়েরে মহিমান্বিত করা হয়,
জীবনের হাজার সমস্যার সমাধান বিয়েরে ধরা হয়,
বিয়েতে কাজ না হলে বাচ্চা নাও সমাধানে আসে,
সেখানে উহাই বড় স্বাভাবিক।

৬| ১৪ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: রম্যটা ঠিক কোথায় খুঁজে পেলাম না।

১৪ ই মে, ২০২৩ রাত ১০:০৫

মৌন পাঠক বলেছেন: আমি ও না।

৭| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:২৩

জ্যাক স্মিথ বলেছেন: যেভাবে বাস্তব জীবনে, বাল্যকাল হইতে পরিবার থেকে বিয়ের ভূত ঢুকানো হয়,
গল্প উপন্যাস নাটক সিনেমায় বিয়েরে মহিমান্বিত করা হয়,
জীবনের হাজার সমস্যার সমাধান বিয়েরে ধরা হয়,
বিয়েতে কাজ না হলে বাচ্চা নাও সমাধানে আসে,
সেখানে উহাই বড় স্বাভাবিক।


তার ফলাফল একেবারে হাতেনাতে, ছোট্ট একটু জায়গায় ১৮ কোটি জনগণ কিলবিল করছে, জীবন মান যেখানে সর্বনিম্ন পর্যায়ে।

৮| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:৪১

বিডি আইডল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.