নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা জনপ্রিয় একটি উক্তি।
খেয়াল কইরা দেখবেন, "টাকা ই সবকিছু না" এই কথাটা বলে সাধারণত টাকাওয়ালারা ই।
এইটার দুইটা দিক আছে, তার এত টাকা হইছে, আর টাকা লাগবে না, এই টা আসলে মিথ্যাবাদিতা, যদি আর না ই লাগত, সে থাইমা যাইত, বাট সে থামে না।
সে তার নিজের প্রত্যাশারে ছাপাইয়া গেছে।
সে নিযে টাকাপয়সার মালিক হইয়া এই কথা কচ্ছে তার আশেপাশের সেই সকল মানুষকে, যারা টাকার পিছনে দৌড়াচ্ছে, সে ভয়ে আছে, তারা না আবার তারে ধইরা ফেলে।
আর যেসকল দরিদ্র্যরা বলে, তারা মূলত তোতাপাখি, শুনতে ও বলতে স্মার্ট লাগে, তাই সে ও অনুকরণ করে, আর হ্যা এই অনুকরনে খানিকটা তোষামোদির ব্যাপার আছে।
তোষামোদিরে খারাপ চোখে দেখি না, সে আলাপ আরেকদিন।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১
মৌন পাঠক বলেছেন: তাদের কথাই কইছি, যারা উহা বলে
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
ডার্ক ম্যান বলেছেন: দুনিয়ায় যার টাকা নাই, তার আপন বলে কেউ নাই
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১
মৌন পাঠক বলেছেন: খুব বেশী লিনিয়ার হয়া গ্যাল না!
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪
মিরোরডডল বলেছেন:
ভালোবাসা এবং অর্থ জীবনে দুটোই সমানভাবে প্রয়োজনীয়।
ভালোবাসাহীন জীবনে অর্থ থাকলেও একজন মানুষ পুরোপুরি হ্যাপি হতে পারে না।
একইভাবে, অর্থ না থাকলে শুধু ভালোবাসায় জীবন টেনে নেয়া যায়না, বেসিক চাহিদাগুলোর জন্যও অর্থের বিকল্প নেই।
অনেক অর্থ না হলেও, প্রয়োজন মেটাবার জন্য অর্থ চাই।
তাই অস্বীকার করা যায়না money is honey.
টাকাই ভালো বন্ধু যে বিপদে সাপোর্ট দেয়।
মানুষ মানুষকে বিট্রে করে কিন্তু কখনো শুনিনি যে টাকা মানুষের সাথে প্রতারণা করেছে।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২
মৌন পাঠক বলেছেন: টাকা অবশ্য যার হাতে থাকে, তার প্রভুত্ব মানে
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬
রানার ব্লগ বলেছেন: দিন শেষে অর্থটাই বড় পার্থক্য গড়ে তোলে ।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
মৌন পাঠক বলেছেন: অর্থ ও অর্থ দুইটা ই
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, টাকাই সব কিছু না; ডলার বলেও কিছু আছে!
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
মৌন পাঠক বলেছেন: সোনা কয় হাই
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
পাজী-পোলা বলেছেন: "Only money can buy money"
কে বলে টাকা দিয়ে সব পাওয়া যায় না
আমিতো দেখছি বিক্রয় পণ্য পুরো এই পৃথিবীটা ........।
সূর্যের কিরণ থেকে গহীন আম্যাবস্যা
সব উঠছে নিলামে
not for sell'র ও একটা দাম আছে
স্বয়ং ঈশ্বরও বিক্রি হয়ে যান সঠীক মূল্যে।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৫
মৌন পাঠক বলেছেন: ঈশ্বর তো বরং আর ও সহজলভ্য
৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৮
কামাল১৮ বলেছেন: অর্থের মালিকানা চিন্তা ভাবনাকে নির্ধারণ করে।শ্রমিক ও মালিক একই রকম চিন্তা করে না।অর্থের নিজের একটা চিন্তা আছে।চিন্তা না বলে ধর্ম বলা যায়।অর্থ,অর্থ আনে।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬
মৌন পাঠক বলেছেন: ভালো একটা পয়েন্ট।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩
বিজন রয় বলেছেন: ব্যাপার না, যার কাছে যেটা যেমন। তেমন!!
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭
মৌন পাঠক বলেছেন: নাহ! ব্যাপার বটে।
এটা সার্বজনীন।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি অবশ্য জীবনে কাউকে বলতে শুনিনি যে টাকাই সব। এটা কিন্তু অবশ্যই সত্য যে টাকা সব নয় তবে টাকা অনেক কিছু। টাকা ছাড়া আপনি চলতেই পারবেন না।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১১
মৌন পাঠক বলেছেন: "টাকা ই সব" শুনতে খারাপ শোনায়, তাই কয় না
১০| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: টাকার অভাবে যে খেতে পারে না, পরতে পারে না, চিকিৎসা করাতে পারে না; তার মুখে কখনও শোনা যায় না টাকাই সবকিছু না। বাণীটা মূলত পয়সাওয়ালাদের।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮
মৌন পাঠক বলেছেন:
"টাকা ই সব" শুনতে খারাপ শোনায়, তাই কয় না
যেসকল দরিদ্র্যরা বলে, তারা মূলত তোতাপাখি, শুনতে ও বলতে স্মার্ট লাগে, তাই সে ও অনুকরণ করে, আর হ্যা এই অনুকরনে খানিকটা তোষামোদির ব্যাপার আছে।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩৭
অগ্নিবেশ বলেছেন: টাকাই কামাতে পারে না, অথচ কচ্ছে টাকাই সব কিছু না, তার মানে আঙ্গুর ফল টক।
ব্যাটার সুন্দরী বউ আর এক টাকাওলার সাথে ভাইগা যাবে, আর সেই ফকিন্নির পুত চাইয়া চাইয়া দেখবে আর কবে টাকাই সব কিছু না, বিল গেটসের বউও ভেগে গেছে, আঙ্গুর ফল টক, হ্যানা ত্যানা। etc
০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৬
মৌন পাঠক বলেছেন: এইটায় একধরনের আত্মতৃপ্তি পায় লোকে
১২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: ওকে। ঠিক আছে।
০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
মৌন পাঠক বলেছেন: ঠিকাছে
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
বাকপ্রবাস বলেছেন: কথা সত্য টাকাই সবকিছু না, তবে টাইকাই অধিকাংশ